হকারদের পুনর্বাসন, মমতাকে চিঠি সুজনের

উচ্ছেদ ঘিরে অশান্তি এড়াতে হকারদের লাইসেন্স ও পুনর্বাসনে উদ্যোগী হতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানাল সিপিএম। এই নিয়ে সর্বদল বৈঠক ডেকে সরকার এগোতে চাইলে বিরোধী দল হিসাবে তাঁরা সহযোগিতা করবে বলে বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী জানান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ জুন ২০১৬ ০৩:২৮
Share:

উচ্ছেদ ঘিরে অশান্তি এড়াতে হকারদের লাইসেন্স ও পুনর্বাসনে উদ্যোগী হতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানাল সিপিএম। এই নিয়ে সর্বদল বৈঠক ডেকে সরকার এগোতে চাইলে বিরোধী দল হিসাবে তাঁরা সহযোগিতা করবে বলে বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী জানান। পরিষদীয় দলের দায়িত্ব নেওয়ার পরে সোমবারই প্রথম সুজনবাবু মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন বিগত পাঁচ বছরের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের কায়দায়। রেলের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্য প্রশাসন উষ্মা প্রকাশ করার পরেই তাঁরা যে মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দিচ্ছেন, তা জানিয়েছেন বাম পরিষদীয় দলের নেতা। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও বলেন, বারুইপুর এলাকার স্থানীয় বিধায়ক হিসাবে হকার সংক্রান্ত সমস্যায় তাঁরও দায়বদ্ধতা আছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement