Sudip Jain

বিহার মডেলেই কি ভোট? বুধবার শহরে বৈঠক কমিশন কর্তার

রাজ্যে ৭৮ হাজার ৯০৩টি বুথ রয়েছে। বিহার মডেলে ভোট হতে পারে এ রাজ্যে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২১ ২২:১৬
Share:

উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন। ফাইল চিত্র।

ফের রাজ্য সফরে উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন। আগামী কাল, বুধবার তিনি রাজ্যের পুলিশ এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। একই সঙ্গে ভোট পরিচালনার দায়িত্বে থাকা এ রাজ্যের নির্বাচনী আধিকারিকদের সঙ্গেও ফের এক দফা আলোচনা সেরে নেবেন। বৈঠকে থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) আরিজ আফতাব।

Advertisement

সামনেই বিধানসভা ভোট। এ বার করোনা পরিস্থিতিতে নির্বাচন। এর পাশাপাশি রাজনৈতিক হিংসা রুখতেও তৎপর হয়েছে কমিশন। সে বিষয়েই পুলিশ এবং প্রশাসনিক কর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দিতে পারেন সুদীপ।

রাজ্যে ৭৮ হাজার ৯০৩টি বুথ রয়েছে। বিহার মডেলে ভোট হতে পারে এ রাজ্যে। সে ক্ষেত্রে বুথ পিছু এক হাজারের বেশি ভোটার থাকবে না। ফলে বুথের সংখ্যাও বাড়তে পারে। এ বিষয়টিও চিন্তাভাবনা স্তরে রয়েছে। জানা যাচ্ছে, আজ রাতেই কলকাতায় পৌঁছে যাচ্ছেন কমিশন কর্তা সুদীপ জৈন। আগামী কাল মধ্য কলকাতার একটি পাঁচতারা হোটেল বৈঠক করবেন তিনি। গত বছরের ডিসেম্বরে দক্ষিণ এবং উত্তরবঙ্গের প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করে গিয়েছেন কমিশন কর্তা।

Advertisement

আরও পড়ুন: শুধু মন্ত্রিত্বই নয়, এক মহিলার জন্য সন্তানও ছেড়েছেন শোভন: রত্না

আরও পড়ুন: ‘স্বাস্থ্যসাথী’র কার্ড হাতে পেল দিলীপ ঘোষের পরিবার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement