কুলতলিতে এসইউসি-র প্রীতিনিধিদল।—নিজস্ব চিত্র।
ঘূর্ণিঝড় ‘আমপান’-এ বিধ্বস্ত দক্ষিণ ২৪ পরগনার কুলতলির নানা এলাকা ঘুরে দেখল এসইউসি-র প্রতিনিধিদল। এসইউসি-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও প্রাক্তন সাংসদ তরুণ মণ্ডল এবং প্রাক্তন বিধায়ক জয়কৃষ্ণ হালদার ছিলেন ওই প্রতিনিধিদলে। কুলতলির মৈপীঠ গ্রাম পঞ্চায়েতের নগেনাবাদ, ভুবনেশ্বরীর হালদারের ভেড়ি, দেউলবাড়ি ও গোপালগঞ্জের কৈখালিতে শনিবার দুর্গত মানুষজনের সঙ্গে কথা বলেন তাঁরা। ওই সব এলাকায় নদীবাঁধ ভেঙে গ্রামে জল ঢুকেছে, কৃষিজমি প্লাবিত হয়েছে, ঘর-বাড়িও ভেসে গিয়েছে। অন্য ব্লকগুলিতেও পরিস্থিতি সরেজমিনে দেখতে একই ভাবে দল পাঠাবে এসইউসি। কুলতলি-সমেত জেলার সমস্ত ঘূর্ণিঝড় কবলিত এলাকার সমস্যা, উপযুক্ত ত্রাণ, কৃষির ক্ষতিপূরণ, ভেঙে যাওয়া বাড়ির সংস্কার ও পুনর্নির্মাণের বিষয়ে আগামী ২৭ মে বারুইপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার ও কাকদ্বীপে মহকুমাশাসকের কাছে দাবি জানাতে যাবেন এসইউসি-র নেতা-কর্মীরা।