অন্যায়ের শাস্তি পেয়েছে টিনা, দাবি অভিযুক্তের

খেলার মাঠে ভলিবল খেলোয়াড়কে খুনের ঘটনায় ধৃত অন্য ভলিবল খেলোয়াড় সুব্রত সিংহকে পাঁচ দিন পুলিশি হাজতে রাখার নির্দেশ দিল আদালত। শুক্রবার বিকেলে বারাসত নতুনপুকুর মাঠে কিশোরী ভলিবল খেলোয়াড় সঙ্গীতা আইচ ওরফে টিনাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করে সুব্রত। তার পরে উধাও হয়ে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৬ ০৪:০৩
Share:

খেলার মাঠে ভলিবল খেলোয়াড়কে খুনের ঘটনায় ধৃত অন্য ভলিবল খেলোয়াড় সুব্রত সিংহকে পাঁচ দিন পুলিশি হাজতে রাখার নির্দেশ দিল আদালত। শুক্রবার বিকেলে বারাসত নতুনপুকুর মাঠে কিশোরী ভলিবল খেলোয়াড় সঙ্গীতা আইচ ওরফে টিনাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করে সুব্রত। তার পরে উধাও হয়ে যায়। শনিবার জগদ্দল থানায় আত্মসমর্পণ করে সে। রবিবার দুপুরে আদালতে হাজির করানো হয় তাকে। আদালতে সে বলে, ‘‘টিনা যে-অন্যায় করেছে, তার শাস্তি সে পেয়েছে। আমি যে-অন্যায় করেছি, পুলিশ আমাকে তার শাস্তি দেবে।’’ পুলিশ জানায়, ভলিবলের সূত্রেই সুব্রত ও সঙ্গীতার আলাপ। তাদের মধ্যে গড়ে ওঠে বিশেষ সম্পর্কও। পরে অন্য একটি ছেলেকে কেন্দ্র করে তা ভেঙে যায়। জেরায় সুব্রত পুলিশকে জানিয়েছে, ব্যক্তিগত আক্রোশেই টিনাকে খুন করেছে সে। খুনের অস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement