ফাইল চিত্র।
প্রথম শ্রেণি থেকেই স্কুল খোলার দাবিতে পদযাত্রা ও অবস্থান-বিক্ষোভে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি শামিল হলেন অভিভাবক এবং শিক্ষিকাদের একাংশও। মহিলা সাংস্কৃতিক সংগঠন (এমএসএস) এবং ডিএসও-র ডাকে সোমবার শিশু, কিশোর ও তাদের মায়েদের নিয়ে শিয়ালদহ স্টেশন থেকে পদযাত্রা শুরু হয়ে বৌবাজার ঘুরে কলেজ স্ট্রিটে গিয়ে অবস্থান-বিক্ষোভে যোগ দেয়। ছাত্র-ছাত্রীরা তাদের দাবি তুলে ধরে গান ও আবৃত্তির মাধ্যমে। এমএসএস-এর রাজ্য সভানেত্রী সুজাতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘মনোবিদ, শিশু চিকিৎসক সকলেই বলছেন, ছোটদের স্কুলে যেতে দেওয়া উচিত। টানা ঘরে আবদ্ধ থেকে তারা শারীরিক ও মানসিক ভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবিলম্বে তাই প্রাথমিক থেকে স্কুল খোলার দাবি করছি।’’ ডিএসও-র রাজ্য সম্পাদক মণিশঙ্কর পট্টনায়কের বক্তব্য, ‘‘স্কুলে যে পরিকাঠামো রয়েছে, তা ব্যবহার না করে শিশু-কিশোর পড়ুয়াদের এখন খোলা মাঠে পড়ানোর ব্যবস্থা করার জন্য টাকা খরচ করা অর্থহীন! ওই টাকা বরং স্কুলের পরিকাঠামো উন্নয়নে খরচ হতে পারে।’’