প্রতীকী ছবি।
উচ্চ শিক্ষা সংসদ সভাপতির মন্তব্যের প্রতিবাদে সরব হল ছাত্র পরিষদ এবং এসএফআই। বিকল্প মূল্যায়ন পদ্ধতি অনুযায়ী এ বারের উচ্চ মাধ্যমিকে একক ভাবে সর্বোচ্চ নম্বর পেয়েছেন মুর্শিদাবাদের রুমানা সুলতানা। ফল ঘোষণার সময়ে সংসদের সভাপতি মহুয়া দাস নাম না বলে বারবার ওই ছাত্রীর ধর্মীয় পরিচয় উল্লেখ করায় বিভিন্ন মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষিতে ২৪ ঘণ্টার মধ্যে সংসদ সভাপতির প্রকাশ্য ক্ষমা অন্যথায় অপসারণ চেয়ে শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে চিঠি দিয়েছেন ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ। একই দাবিতে এ দিন বারাসতে উত্তর ২৪ পরগনা জেলা শিক্ষা সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখায় এসএফআই। তাদের মতে, সংসদ সভাপতির ওই মন্তব্য সংবিধান ও বাংলার সংস্কৃতি-বিরোধী। তাদের আরও অভিযোগ, সর্বোচ্চ নম্বর প্রাপক ছাত্রীর মেধার বদলে ধর্মীয় পরিচয়কে সামনে আনা আসলে সাম্প্রদায়িক মনোভাবেরই বহিঃপ্রকাশ।