Bengal SSC Recruitment Case

মাত্র ৮ জন শিক্ষিকায় কী ভাবে চলবে, চিন্তা ধুলিয়ানে 

একাদশ ও দ্বাদশ শ্রেণির শুধু মাত্র কলা বিভাগ আছে। শ্রেণিকক্ষ ২৪ টি। বর্তমানে প্রধান শিক্ষিককে নিয়ে মোট ৮ জন শিক্ষিকা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ ০৯:০৫
Share:
পড়ুয়াদের পড়ানো নিয়ে সংশয়।

পড়ুয়াদের পড়ানো নিয়ে সংশয়। —প্রতীকী চিত্র।

মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানে, ধুলিয়ান বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ছিল ২৭ জন। সুপ্রিম কোর্টের রায়ে ১৯ জন শিক্ষিকার চাকরি বাতিল হয়। এই স্কুলের ছাত্রী সংখ্যা পাঁচ হাজারেরও বেশি। পঞ্চম থেকে দশম শ্রেণিতে চারটি করে বিভাগ আছে। একাদশ ও দ্বাদশ শ্রেণির শুধু মাত্র কলা বিভাগ আছে। শ্রেণিকক্ষ ২৪ টি। বর্তমানে প্রধান শিক্ষিককে নিয়ে মোট ৮ জন শিক্ষিকা। পাঁচ হাজারেরও বেশী যেখানে ছাত্রী কি ভাবে তাদের পড়াবেন সেই নিয়ে ভাবনা প্রধান শিক্ষিকা ও ছাত্রীদের অভিভাবকদের।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জয়শ্রী দত্ত জানান, ‘‘উৎশ্রী প্রকল্পে এর আগে অনেক শিক্ষিকা বদলি হয়ে যান। তার কারণে ৪০ জন শিক্ষিকা কম ছিল। আমরা ছিলাম মোট ২৭ জন, তার মধ্যে ১৯ জন শিক্ষিকার চাকরি বাতিল হল। আমরা এখন আট জন শিক্ষিকা কিভাবে সামাল দেব পাঁচ হাজারেরও বেশি ছাত্রীদের সেই বিষয়ে আমিও দিশেহারা। স্কুলের কমিটি ও অভিভাবকদের অনুমতি নিয়ে কিছু স্থানীয় মেয়েদের অস্থায়ী ভাবে নিয়োগ করে পড়াশোনার মান বজায় রাখার চেষ্টা করা হচ্ছে।’’

সপ্তম শ্রেণীর ছাত্রী রোজা খাতুন বলেন, ‘‘কয়েকদিন আগে আমাদের প্রতিটি বিষয়ে শিক্ষিকারা পড়াতেন। এর মধ্যে জানতে পারি আমাদের ১৯ জন শিক্ষিকা, একজন করনিক ও একজন পিওনের চাকরি বাতিল হওয়ার কারনে তারা আর স্কুলে আসবেন না। এখন পরীক্ষা চলছে। পরীক্ষা স্কুলের শিক্ষিকারা নিচ্ছেন দুটি পর্বে ভাগ করে ও বড় ঘরে এক সঙ্গে অনেক ছাত্রীদের বসিয়ে। কিছু স্থানীয় শিক্ষিকাদেরও দেখছি তারাও পরীক্ষা কেন্দ্রে সহযোগিতা করছেন শিক্ষিকাদের। এরপর ফের পড়াশোনা শুরু হবে তখন কি ভাবে পড়াশোনা করানো হবে কি না বলতে পারছি না।’’

এক ছাত্রীর মা শ্রাবণী দাস বলেন, ‘‘শিক্ষাবর্ষের প্রায় চার মাস চলছে, এর মাঝে শিক্ষিকা চলে যাওয়ায় পড়ুয়াদের পড়াশোনার মান কোথায় থাকবে এই কথা ভেবে পাচ্ছি না। আমার মেয়ে নবম শ্রেণিতে পড়ছে। খুব চিন্তায় আছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন