অর্থ এবং কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর।
কেন্দ্রীয় সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থার কৌশলগত বিলগ্নিকরণ করছে বলে জানালেন অর্থ এবং কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর।
এয়ার ইন্ডিয়া-সহ বিভিন্ন কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ নিয়ে গত ১৭ জুলাই লোকসভার অধিবেশনে উদ্বেগ প্রকাশ করেছিলেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তার জবাবে সুদীপবাবুকে চিঠি দিয়ে অনুরাগ ওই তথ্য জানিয়েছেন। চিঠিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আরও লিখেছেন, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির সিংহভাগ শেয়ার নিজের হাতে রেখে অল্প অংশ বাজারের হাতে ছাড়ার নীতি নিয়েছে কেন্দ্র। কারণ তাতে ওই সংস্থাগুলিতে মূলধনের জোগান, উন্নত প্রযুক্তি এবং পরিচালন ব্যবস্থায় দক্ষতা বাড়বে। এই নীতি অনুসারেই এয়ার ইন্ডিয়া-সহ কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থার কৌশলগত বিলগ্নিকরণে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র।