পরিযায়ী শ্রমিকদের লাইন।—ছবি পিটিআই।
হুগলি জেলায় কাজ করতে এসে লকডাউনের মধ্যে আটকে পড়েছিলেন এক দল নির্মাণ শ্রমিক। সরকারি ব্যবস্থাপনায় বিশেষ বাসে তাঁদের ফিরিয়ে নিয়ে যাওয়া হল নিজেদের জেলায়।
আটকে পড়া ওই নির্মাণ শ্রমিকেরা সকলেই মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের বাসিন্দা। হুগলির শ্রীরামপুর, বৈদ্যবাটি, চাঁপদানি-সহ কিছু এলাকায় কাজে এসেছিলেন তাঁরা। লকডাউন শুরু হয়ে যাওয়ার পরে স্থানীয় কিছু ক্লাবের উদ্যোগে তাঁদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হচ্ছিল। রাজ্যের বিরোধী দলনেতা ও চাঁপদানির কংগ্রেস বিধায়ক আব্দুল মান্নান বুধবার রাতে বিষয়টি জানান পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীকে। স্থানীয়দের উদ্যোগে বাস বা গাড়ি ভাড়া করে শ্রমিকদের ফেরানোর চেষ্টা শুরু হলেও লকডাউন পরিস্থিতিতে বেসরকারি কোনও গাড়ির মালিকই রাজি হচ্ছিলেন না। শেষ পর্যন্ত পরিবহণ মন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার সকালে আরামবাগের ডিপো থেকে সরকারি বাস পাঠানো হয়। নির্মাণ শ্রমিকদের নিয়ে জঙ্গিপুর রওনা হয়ে যায় ওই বিশেষ বাস।