ফাইল চিত্র।
মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের কার্যকালের মেয়াদ বাড়াতে চাইছে রাজ্য সরকার। তার জন্য দিল্লির কাছে প্রয়োজনীয় অনুমতি চাওয়া হচ্ছে বলে নবান্ন সূত্রের খবর। রাজ্যের যুক্তি, কোভিডের দ্বিতীয় ঢেউয়ের কারণে এখন বিশেষ পরিস্থিতি। মুখ্যসচিব হিসেবে আলাপনবাবু যে হেতু প্রশাসনের শীর্ষ স্তরে দায়িত্ব পালন করছেন, তিনি স্বপদে থাকলে নানা সিদ্ধান্ত ও সমন্বয়ের ক্ষেত্রে সুবিধা হবে। মুখ্যসচিবের অবসর নেওয়ার কথা চলতি মাসের শেষেই। কেন্দ্রের অনুমতিসাপেক্ষে প্রথম দফায় তিন মাস কার্যকালের মেয়াদ বৃদ্ধি করতে পারে রাজ্য। সেই মর্মেই আবেদন জানানো হচ্ছে দিল্লির কাছে। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথম বার ক্ষমতায় আসেন, তখন রাজ্যের মুখ্যসচিব ছিলেন সমর ঘোষ। নতুন প্রশাসনের কাজের সুবিধার্থে তাঁর মেয়াদও এই ভাবেই বাড়ানো হয়েছিল।