RAF Battalion

মহিলা র‌্যাফ ব্যাটালিয়ন গড়ার পথে রাজ্য পুলিশ

রাজ্যে তিনটি র‌্যাফ ব্যাটালিয়ন রয়েছে। যার সবগুলি পুরুষ পুলিশকর্মীদের দিয়ে গড়া। তা রাজ্যের তিনটি প্রান্তে আইনশৃঙ্খলা সামলাতে মোতায়েন করা হয়।

Advertisement

শিবাজী দে সরকার

কলকাতা শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৩ ০৬:৫৩
Share:

ভবানী ভবন। —ফাইল চিত্র।

বিভিন্ন রাজনৈতিক দল বা সংগঠনের মিছিলে বিক্ষোভরত মহিলাদের আকছারই পুরুষ পুলিশকর্মীর হাতে টানাহ্যাঁচড়ার অভিযোগ ওঠে। আইন শৃঙ্খলা রক্ষায় এ বার তাই মহিলা র‌্যাফ ব্যাটালিয়ন গড়তে চাইছে রাজ্য। বর্তমানে বিভিন্ন জেলায় মহিলা পুলিশকর্মীদের নিয়ে গঠিত একটি করে প্ল্যাটুন থাকলেও পুর্ণাঙ্গ মহিলা র‌্যাফ ব্যাটালিয়ন নেই রাজ্যে। রাজ্য পুলিশের কর্তারা এ বার সেটাই করতে চাইছেন। এক পুলিশ কর্তা জানান, নাগাল্যান্ডে পৃথক মহিলা র‌্যাফ ব্যাটালিয়ন রয়েছে। তেমনই এখানে মহিলাদের নিয়ে একটি ব্যাটালিয়ন বানানোর পরিকল্পনা চলছে। কেন্দ্রীয় বাহিনীতেও মহিলা ব্যাটালিয়ন আছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, রাজ্যে তিনটি র‌্যাফ ব্যাটালিয়ন রয়েছে। যার সবগুলি পুরুষ পুলিশকর্মীদের দিয়ে গড়া। তা রাজ্যের তিনটি প্রান্তে আইনশৃঙ্খলা সামলাতে মোতায়েন করা হয়। তবে মহিলাদের নিয়ে পৃথক র‌্যাফ ব্যাটালিয়ন তৈরি হলে তা কোথায় থাকবে ঠিক হয়নি। তবে দরকারে সব জেলাতেই তা মোতায়েন করতে চান পুলিশ কর্তারা। বিভিন্ন জেলার রাজনৈতিক পরিস্থিতি যাচাই করেই তাৎক্ষণিক ভাবে এই পরিকল্পনা কার্যকর করার বন্দোবস্ত হচ্ছে।

রাজ্য পুলিশ সূত্রের খবর, ইতিমধ্যে গঠিত উইনার্স বাহিনী দিয়েও মহিলাদের বিক্ষোভ সামাল দেওয়া যাচ্ছে না। কিছু দিন আগেই সব জেলায় উইনার্স বাহিনীর জন্য ১০০০ মহিলা পুলিশকর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মহিলাদের র‌্যাফ তৈরি হলে আরও সুবিধে হবে বলেই পুলিশকর্তারা মনে করছেন। তাই ওই পৃথক ব্যাটেলিয়ন তৈরি করায় সচেষ্ট হয়েছেন রাজ্য পুলিশের কর্তারা। ভবানী ভবন সূত্রের খবর, ব্যারাকপুরে রাজ্য পুলিশের প্রায় ৮০০০ কনস্টেবলের প্রশিক্ষণ চলছে। কয়েক মাসের মধ্যেই তাঁরা কাজে যোগ দেবেন। আরও ১২ হাজার কনস্টেবল নিয়োগের জন্য নবান্নের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে ৩৬০০ জন মহিলা রয়েছেন। সূত্রের দাবি, ওই মহিলাদের মধ্যে ১০০০ জনকে বাছাই করেও মহিলা র‌্যাফ ব্যাটালিয়ন গড়া হতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement