ফাইল চিত্র।
বামফ্রন্ট সরকার শুরু করে গেলেও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে রাজ্যে কেন সরকারি ভাবে ‘দেশপ্রেম দিবস’ পালন হচ্ছে না, সেই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ফরওয়ার্ড ব্লক নেতা ফরিদ মোল্লা। কলকাতা হাই কোর্টে মামলার পরবর্তী শুনানি এখনও মুলতুবি আছে। এরই মধ্যে তথ্যের অধিকার আইনে (আরটিআই) তোলা প্রশ্নের জবাবে রাজ্য সরকারের তরফে জানানো হল, ‘দেশপ্রেম দিবস’ সংক্রান্ত পুরনো নির্দেশিকা এখন পাওয়া যাচ্ছে না। রাজ্য সরকার নেতাজির জন্মদিন পালন করেছে ‘দেশনায়ক দিবস’ হিসেবে। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের এই বক্তব্য জেনে আবেদনকারী ফরিদের প্রতিক্রিয়া, ‘‘নেতাজির নাম নিয়েও রাজনীতি করছে রাজ্য সরকার এবং শাসক দল।’’