ফের প্রশাসক বোর্ড হাওড়া পুরসভায়। — ফাইল চিত্র
মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণের কয়েক দিনের মাথায় হাওড়া পুরসভায় ফের প্রশাসক বোর্ড বসাল নবান্ন। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে ৭ সদস্যের বোর্ড গঠনের কথা বলা হয়েছে।
হাওড়া পুরসভা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে নতুন বোর্ডকে। ৭ সদস্যের মধ্যে রয়েছেন হাওড়া সদরের ৫ বিধায়ক, হাওড়া জেলা সদরের তৃণমূল সভাপতি ভাস্কর ভট্টাচার্য এবং সাংবাদিক বিশ্ব মজুমদার। বোর্ডের চেয়ারম্যান রাজ্যের মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, ‘‘৭ সদস্যের বোর্ড হাওড়া পুরসভার নানা কাজকর্ম দেখভাল করবে। জল নিকাশি থেকে পানীয় জলের সমস্যা এবং শহরের অন্যান্য সমস্যাগুলিও দেখা হবে।’’
বুধবারই হাওড়া পুরসভার কমিশনার পদ থেকে সরানো হয়েছে অভিষেক তিওয়ারিকে। তাঁকে পাঠানো হয়েছে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের যুগ্ম সচিব করে। তাঁর জায়গায় আনা হয়েছে ধবল জৈনকে। ধবল এর আগেও হাওড়া পুরসভার কমিশনার পদে ছিলেন। বিজেপি অবশ্য সব দল থেকে প্রতিনিধি নিয়ে প্রশাসক বোর্ড গঠনের দাবি তুলেছে।