ফাইল চিত্র।
স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ-দুর্নীতি মামলায় দ্রুত শুনানির আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী (বর্তমান শিল্পমন্ত্রী) পার্থ চট্টোপাধ্যায়। হাই কোর্টের রেজিস্টার জেনারেল মারফত প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবকে এই আর্জি জানিয়ে মেল করা হয়। যদিও পার্থের আইনজীবীদের দ্রুত শুনানির আর্জি প্রধান বিচারপতি গ্রহণ করেছেন কি না, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।
এসএসসি মামলায় পার্থকে বুধবার সন্ধ্যা ৬টায় সিবিআইয়ের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছিল হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ। ওই নির্দেশে স্থগিতাদেশ চেয়ে পরে ডিভিশন বেঞ্চে আর্জি জানিয়েছিলেন পার্থ। কিন্তু ডিভিশন বেঞ্চ পার্থের আবেদন শুনতে রাজি না হওয়ায় শেষমেশ সিবিআই দফতরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। রাজ্যের মন্ত্রী নিজাম প্যালেসের সিবিআই দফতরে পৌঁছনোর কিছু আগেই জানা গেল, তাঁর আইনজীবীরা দ্রুত শুনানির আর্জি জানিয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছেন।