বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন এসএসসির প্রাক্তন এই দুই উপদেষ্টা। ফাইল চিত্র।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসির প্রাক্তন দুই উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা এবং অশোক সাহাকে সোমবার আবারও সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হবে। ইতিমধ্যেই নিজাম প্যালেস (কলকাতায় সিবিআই দফতর) থেকে তাঁদের আদালতে নিয়ে যাওয়া হয়েছে।
সিবিআই হেফাজতে ছিলেন এসএসসির প্রাক্তন দুই উপদেষ্টা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আদালতে আগে জানানো হয়েছিল যে, তথ্যের অধিকার আইনকে হাতিয়ার করে শূন্যপদের সংখ্যা জেনে, সেই মতো নিয়োগ করা হত। গোটা প্রক্রিয়ার মধ্যে স্বচ্ছতা ছিল না বলেও দাবি করা হয়েছে। বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে কারা কারা জড়িত, তা জানতে এই দু’জনকে আরও জেরা করা প্রয়োজন বলে জানিয়েছিল তদন্তকারী সংস্থা।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই যে এফআইআর দায়ের করেছিল, তাতে প্রথম নামই ছিল শান্তিপ্রসাদের। অশোকের নাম ছিল চতুর্থ স্থানে। হাই কোর্ট নিযুক্ত বাগ কমিটির রিপোর্টেও এসএসসির প্রাক্তন আহ্বায়ক শান্তিপ্রসাদ এবং এসএসসির প্রাক্তন সচিব অশোকের নাম ছিল। সিবিআই সূত্রে খবর, এই দু’জন তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন। তথ্য গোপন করছিলেন।