ফাইল চিত্র।
হাই কোর্টের নির্দেশ মতো মুকুল রায়ের দলত্যাগ মামলা নতুন করে শুরু হচ্ছে। আগামী ২২ এপ্রিল শুনানির দিন স্থির করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ওই দিন অভিযোগকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও অভিযুক্ত মুকুল রায়কে শুনানিতে হাজির হতে বলেছেন।
দলত্যাগের অভিযোগে দেওয়া আদেশ পুনর্বিবেচনা করার কাজ শুরু করছে রাজ্য বিধানসভা। সোমবার এ কথা জানিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘‘আদালতের নির্দেশ মতো পুনর্বিবেচনা করা হবে। সেই কারণেই নতুন করে দু’পক্ষের বক্তব্য শোনা হবে।’’
কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে নির্বাচিত মুকুলবাবু ভোটের ফল প্রকাশের কিছুদিন পরেই তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তার পরিপ্রেক্ষিতেই মুকুলের বিধায়ক পদ খারিজের দাবি জানিয়ে স্পিকারের কাছে অভিযোগ করেন বিরোধী দলনেতা। দীর্ঘ শুনানির পরে স্পিকার সেই অভিযোগ নাকচ করে দেন। বিধানসভার পাশাপাশি এই মামলা আদালত পর্যন্ত গড়ায়। সম্প্রতি কলকাতা হাই কোর্ট স্পিকারের সেই আদেশ বাতিল করে বিষয়টি পুনর্বিবেচনার কথা বলেছে।
হাই কোর্টের নির্দেশ নতুন করে শুনানি নিয়ে অবশ্য সরব হয়েছে বিজেপি। রাজ্য দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘এত মামলা- শুনানি হচ্ছে সেই ঘটনা নিয়ে যেখানে মুখ্যমন্ত্রীকে দেখা গিয়েছে মুকুলবাবুকে তৃণমূলে স্বাগত জানাতে! স্পিকার তৃণমূলের নেতার মতো আচরণ করছেন।’’ এই প্রসঙ্গে বিজেপিকে পাল্টা বিঁধেছে তৃণমূল। দলের এক নেতার কথায়, ‘‘বিজেপি নেতাদের বলব, আগে তৃণমূলের প্রতীকে জয়ী শিশির অধিকারীর অবস্থান স্পষ্ট করুন। তিনি বিজেপির মঞ্চে গিয়ে কী ভাবে তৃণমূলের সাংসদ থাকেন? লোকসভার স্পিকারের কাছ থেকে তার জবাব নিয়ে আসুন।’’