রাজ্যপালকে ঘিরে মন্ত্রী অখিল গিরির মন্তব্যে সায় নেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। ফাইল চিত্র।
রাজ্যপাল সিভি আনন্দ বোসের উদ্দেশে কারামন্ত্রী অখিল গিরির করা মন্তব্যে সায় নেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার বিধানসভায় এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি রামনগরের তৃণমূল বিধায়কের মন্তব্যকে বঞ্ছনীয় নয় বলেই জানিয়েছেন। সোমবার নিজের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি মন্ত্রী অখিলের অপসারণের দাবি তোলেন। সেই দাবি কার্যকর করতে রাজ্যপালকে অনুরোধ করেন, মন্ত্রীর অপসারণ নিশ্চিত করতে তিনি যেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সুপারিশ করেন।
শুভেন্দুর সেই চিঠির পরিপ্রেক্ষিতেই স্পিকারকে অখিলের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমি শুনেছি বিষয়টা। কিন্তু এমনটা বাঞ্ছনীয় নয়। রাজ্যপালের বিরুদ্ধে এমন মন্তব্য করার কী কারণ রয়েছে?’’ বিমান আরও বলেন, ‘‘এমন মন্তব্য না করলেই ভাল হত। আমি কখনওই এই ধরনের মন্তব্যকে সমর্থন করি না। আমি এই মন্তব্যকে ভাল ভাবে নিইনি। এটুকু বলতে পারি।’’
উল্লেখ্য, গত শনিবার কাঁথিতে তৃণমূলের কৃষক শাখার কর্মসূচিতে অখিল বলেছিলেন, ভিডিয়োতে মন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে, ‘‘এত হম্বিতম্বি কিসের? আমরা পারি না নাকি? আমরা পারি না? তোমার কলার ধরে তোমাকে ১০ মিনিটে জেলে ঢুকিয়ে দিতে পারি আমরা। আমরা পারি আমাদের কাছে যা কাগজ আছে। নবান্নতে যা কাগজ আছে, আমরা দেখছি। আমাদের হাতেও কাগজপত্র আছে।’’ এরপর ভিডিয়োতে তিনি বলতে শুরু করেন, ‘‘সেই জন্যই তো ১০ তারিখে আনন্দ বোস... আমরা কি আনন্দ বোস রাজ্যপালের ব্যাপারটা আমরা জানি না নাকি? কেন কুণাল ঘোষের পুজোর উদ্বোধন করতে গেছো আমরা জানি না নাকি?’’ তাঁকে আরও বলতে শোনা যায়, ‘‘হোয়াটসঅ্যাপে কী আছে তোমার? তুমি কেন ১০ তারিখে মুখ্যমন্ত্রীকে আলোচনার জন্য ডেকেছ ১০০ দিনের কাজের কথা বলতে? আমরা জানি না! হোয়াটসঅ্যাপে কী আছে! তোমার কলঙ্ক আমরা ধরব। ছাড় পাবে না। আমাদেরও আইবি আছে, পশ্চিমবঙ্গের।আমাদেরও ফাইল রেডি।’’
এ কথাগুলি বলার সময় অখিল কারও নাম না করলেও বোঝা যাচ্ছিল এ ক্ষেত্রে তাঁর নিশানা বিরোধী দলনেতাই। শুভেন্দুর পোস্ট করা ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। উল্লেখ্য, মন্ত্রী অখিল বললেও, এ বছর তৃণমূলের সাধারণ সম্পাদক কুণালের পাড়ার পুজোর উদ্বোধন করেননি রাজ্যপাল। বরং রামমোহন সম্মেলনীর পুজোয় গিয়ে কুণালের উপস্থিতিতে অষ্টমীর অঞ্জলি দিয়েছিলেন আনন্দ বোস। রাজ্যপালকে নিয়ে তাঁর মন্তব্য প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে অখিল বলেন, ‘‘আমি বলেছি কুণাল ঘোষের সঙ্গে রাজ্যপালের সম্পর্ক ভাল হয়েছে। তাই তাঁর পাড়ার পুজো দেখতে গিয়েছিলেন রাজ্যপাল। এতে কোনও বিতর্ক নেই।’’ আর তাঁর বিরুদ্ধে রাজ্যপালকে লেখা বিরোধী দলনেতার চিঠি প্রসঙ্গে কারামন্ত্রী বক্তব্য, ‘‘কে রাজ্যপালকে কী চিঠি দিয়েছেন, তা আমার জানা নেই। তাই সেই সব প্রসঙ্গে আমি কোনও জবাব দেব না।’’
মন্ত্রী-পুত্র সুপ্রকাশ গিরির অবশ্য দাবি, ‘‘রাজ্যপালকে উদ্দেশ্য করে উনি (অখিল) এমন কিছু বলেননি। শুভেন্দু কথা সম্পাদনা করে ভিডিয়োটা ছেড়েছেন। ওঁর সাহস থাকলে পুরো ভিডিয়োটা প্রকাশ করুন। উনি মিথ্যা প্রচার করছেন।”