প্রতীকী ছবি।
দেউচা পাচামি কয়লাখনি থেকে কয়লা তোলার জন্য প্রযুক্তিগত সাহায্যের বিষয়ে পোলিশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মঙ্গলবার ওই বৈঠকের পরে মন্ত্রী জানান, দেউচা পাচামিতে কয়লার স্তর রয়েছে প্রায় এক মাইল গভীরে পাথরের স্তরের নিচে। সুতরাং, সেখান থেকে কয়লা তুলতে হলে আগে পাথর ফাটাতে হবে। তাতে কয়লায় আগুন ধরে গিয়ে বিপত্তি হতে পারে। অতএব কাজটা করতে হবে সাবধানে। তার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি দেওয়ার আশ্বাস দিয়েছে পোল্যান্ডের একটি সংস্থা। শোভনদেববাবুর বক্তব্য, ‘‘ওদের অত গভীর স্তর থেকে কয়লা তোলার প্রযুক্তি এবং অভিজ্ঞতা আছে। ওরা বলেছে, কাজটা দেখার জন্য আমাদের বিশেষজ্ঞ দল পাঠাতে। আমরা পাঠাব। পরে টেন্ডারের মাধ্যমে কয়লা তোলার যন্ত্র নেওয়া হবে।’’