আলিমুদ্দিন বেআইনি, পাল্টা তোপ শোভনের

সারদা ও নারদ-কাণ্ডে নাম জড়ানোয় কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সরব সিপিএম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ মে ২০১৭ ০৪:১২
Share:

সারদা ও নারদ-কাণ্ডে নাম জড়ানোয় কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সরব সিপিএম। লাগাতার পুরভবন এবং অন্যত্র রাস্তায় ধর্না-বিক্ষোভ চলছে। এই অবস্থায় এ বার সিপিএমের বিরুদ্ধে বেআইনি কাজের পাল্টা অভিযোগ তুললেন মেয়র। তাঁর দাবি, আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য দফতরই বেআইনি!

Advertisement

বেলেঘাটায় সিআইটি মোড়ে মঙ্গলবার নেতাজি মূর্তির উদ্বোধন অনুষ্ঠানে গিয়েছিলেন শোভনবাবু। সিপিএমের মুখপত্রে প্রকাশিত একটি সংবাদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘ওই সংবাদপত্রের বিরুদ্ধে মানহানির মামলা করেছি।’’ তার পরেই সিপিএমকে তোপ দেগে তাঁর অভিযোগ, ‘‘আলিমুদ্দিন স্ট্রিটে ওদের পার্টি অফিসও বেআইনি! ওখানে যে ক্যান্টিন চলে, তারও দমকল লাইসেন্স নেই!’’ মেয়রের আরও সংযোজন, ‘‘যাঁরা বেআইনি ব্যবস্থার সঙ্গে যুক্ত, তাঁদের মুখে নীতিকথা মানায় না। এ তো চোরের মায়ের বড় গলা!’’

প্রশ্ন হচ্ছে, আলিমুদ্দিন স্ট্রিটের ওই বাড়ি বেআইনি হলে পুরসভা কি কোনও ব্যবস্থা নেবে? সরাসরি কোনও জবাব দেননি মেয়র। তবে বলেছেন, ‘‘নোটিস আর দিতে হয় না। ওরা সব জানে! দমকলের অনুমোদন যে নেই, ওঁরা তা ভাল করেই জানেন। আমরা তো আর প্রতিহিংসার রাজনীতি করি না!’’ সিপিএম অবশ্য পাল্টা কটাক্ষ ফিরিয়ে দিয়েছে শোভনবাবুকে। পাল্টা চ্যালেঞ্জের সুরেই দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তীর প্রশ্ন, ‘‘আগে তো বলেছিলেন আলিমুদ্দিন স্ট্রিট অধিগ্রহণ করবেন! এখন সুর নরম করে বেআইনি কাজ খুঁজতে হচ্ছে কেন? আলিমুদ্দিনে ক্যান্টিন আছে কি না, আগে ভাল করে জেনে নিন। সিবিআই তদন্তের মুখে মাথা খারাপ হয়ে ভুল বকছেন!’’ সুজনবাবুর মন্তব্য,
সারদা ও নারদের মতো দুর্নীতির মামলায় অভিযুক্ত কারও মুখে নীতিকথা মানায় না!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement