Maheep Kapoor-Sanjay Kapoor

মদের নেশায় বুঁদ, রাত কাটিয়ে এলেন মাহীপ! সেই রাত যেন জীবন বদলে দিল সঞ্জয় কপূরের স্ত্রীর!

এক রাত কাটিয়ে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মাহীপ। কৃতজ্ঞ ছিলেন শ্বশুরবাড়ির কাছে, এত কিছুর পরেও তাঁকে খোলা মনে গ্রহণ করার জন্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ১৭:৫৮
Share:

(বাঁ দিকে) মাহীপ কপূর। সঞ্জয় কপূর (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

‘ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’— ওটিটি প্ল্যাটফর্মের বহুলচর্চিত ওয়েব সিরিজ়। এই সিরিজ়ের মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান বলি অভিনেতা সঞ্জয় কপূরের স্ত্রী মাহীপ কপূর। ব্যক্তিগত জীবন, সম্পর্কের টানাপড়েন নিয়ে এই সিরিজ়ে বহু কথা বলেছেন বলিউডের তারকা-গৃহিণীরা। অভিনয় জগতের সঙ্গে যুক্ত না থাকলেও এঁরা সকলেই বেশ পরিচিত মুখ। প্রায় ২৫ বছরের দাম্পত্য জীবন অভিনেতা সঞ্জয়ের সঙ্গে। তবে একটা সময় ছিল, যখন এক রাত কাটিয়ে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মাহীপ। কৃতজ্ঞ ছিলেন শ্বশুরবাড়ির কাছে, এত কিছুর পরেও তাঁকে খোলা মনে গ্রহণ করার জন্য।

Advertisement

এই সিরিজ়ের প্রথম সিজ়নের পরেই ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন মাহীপ, তাঁর স্বভাবের জন্য। সোজাসাপটা, নির্ভীক কেউ কেউ আবার ঠোঁটকাটা বলে থাকেন মাহীপকে। তাঁর মতে, তিনি যথেচ্ছ গালমন্দ করেন, পার্টি করেন। জানান, মদ বেশ প্রিয় তাঁর। প্রায় ৩০ বছর আগে এক রাতে মদের নেশায় সঞ্জয়ের পার্টিতে চলে যান। তার পর মদের ঘোরে থাকতে থাকতেই সঞ্জয়ের সঙ্গে রাত কাটান। সেই সময় দু’জনেই অচেনা দু’জনের কাছে। মাহীপের কথায়, ‘‘গলা পর্যন্ত মদ খেয়েছিলাম। তেমন অবস্থায় সঞ্জয়ের পার্টিতে ঢুকে পড়ি। সেই রাতটা ওর সঙ্গে কাটাই। সেই পার্টিতে আমার শ্বশুর-শাশুড়ি, ভাসুর অনিল কপূর, জা শ্রীদেবী সকলেই ছিলেন। তাঁরা আমাকে ওই অবস্থায় দেখেও খোলা মনে বাড়ির বৌ হিসাবে গ্রহণ করেন।’’

তবে এখানেই ক্ষান্ত হননি। বিয়ের আগে প্রায় পাঁচ বছর সঞ্জয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন মাহীপ। তবে বিয়ের জন্য মাহীপকে প্রস্তাব দেন অভিনেতা সেই মুহূর্তে, যখন মদের নেশায় দু’জনে প্রায় বেহুঁশ। মাহীপের কথায়, ‘‘টাকিলা (পানীয়) খেতে খেতে হ্যাঁ বলে দিয়েছিলাম।’’ প্রেম পর্ব থেকে বিয়ে, সব মিলিয়ে প্রায় ৩০ বছরের সম্পর্ক তাঁদের। দুই সন্তানের বাবা-মা তাঁরা। খুব শীঘ্রই তাঁদের কন্যা শানায়া কপূর আত্মপ্রকাশ করতে চলেছেন বলিউডে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement