Suvendu Adhikari

শুভেন্দুর ঘোষণা, আজ বিকেলেই বিজেপিতে যোগ ভাই সৌম্যেন্দুর

বুধবার কাঁথির পুর প্রশাসকের পদ থেকে সরিয়ে দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সৌম্যেন্দু। তবে বিজেপিতে যোগ দেওয়া নিয়ে মন্তব্য করতে চাননি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২১ ১৪:০৯
Share:

সৌমেন্দুর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে শুভেন্দুর ঘোষণায় বাড়ছে জল্পনা।

কাঁথির অধিকারী বাড়িতে আবারও ফুটছে পদ্মফুল। অন্তত শুভেন্দু অধিকারীর দাবি তেমনটাই। আজ শুক্রবার নন্দীগ্রামের সোনাচূড়ার সভায় শুভেন্দু ঘোষণা করেন, বিকেলে কাঁথির সভাতেই বিজেপিতে যোগ দিচ্ছেন তাঁর ভাই সৌম্যেন্দু। সেই সঙ্গে কাঁথি থেকে তৃণমূলকে উচ্ছেদের ডাকও দিয়েছেন শুভেন্দু।

Advertisement

কয়েক দিন আগে নন্দীগ্রামে শুভেন্দুর একটি অরাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে আক্রান্ত হন কয়েক জন বিজেপি কর্মী। হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই আক্রান্তদের পাশে দাঁড়াতেই শুক্রবার নন্দীগ্রামের সোনাচূড়ায় সভা করেন শুভেন্দু। সেই সভায় তিনি বলেন, ‘‘আমার ছোট ভাই সৌম্যেন্দু দীর্ঘদিন ধরেই পুরসভার চেয়ারম্যান ও পুর প্রশাসক। আজ (শুক্রবার) কাঁথির জনসভায় সেই সৌম্যেন্দু পুরসভার একাধিক কাউন্সিলার সহ ৫ থেকে ৬ হাজার কর্মী সমর্থক নিয়ে বিজেপিতে যোগ দেবেন।’’

শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর তৃণমূল নেতৃত্ব তাঁর বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়েছিল, আগে নিজের বাড়িতে পদ্মফুল ফুটিয়ে দেখান। তৃণমূলের কারও নাম না করে সেই সূত্র ধরেই শুভেন্দু বলেন, ‘‘আমাকে প্রশ্ন করেছিল, আমার বাড়িতে থাকতে লজ্জা করে না। আমি বলেছি, আমার বাড়িতে পদ্ম ফুটবে। একদম কাছাকাছি এসে গেছি, আর এক পা গেলেই জোড়াফুল ফুটে যাবে।’’

Advertisement

আরও পড়ুন: লড়াইয়ের কথা স্মরণ করিয়ে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে বার্তা মমতার

সৌম্যেন্দুকে গত বুধবার কাঁথির পুর প্রশাসকের পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল। তা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সৌম্যেন্দু। সেই মামলা শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। তার মধ্যেই সৌম্যেন্দুর বিজেপিতে যোগদান ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হল। যদিও সৌম্যেন্দু নিজে এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।

তবে তৃণমূলকে নিশানা করে শুভেন্দু বলেন, ‘‘ভোট তো এখনও দেরি আছে। ভোটের আগে রামনবমী করব। নরেন্দ্র মোদী আসবেন। রাজ্যকে বিজেপির হাতে তুলে দিতে হবে। তৃণমূলকে বিদায় করতে হবে।’’ কাঁথি থেকে তৃণমূলকে ‘ঝেঁটিয়ে’ বিদায় করার ঘোষণাও করেন শুভেন্দু।

আরও পড়ুন: বিজেপি-তে যোগ: শিরে সংক্রান্তি নিয়ে এখন অধীর অপেক্ষা মকর সংক্রান্তির

শুক্রবারের সভা থেকেই আগামী ৮ জানুয়ারি নন্দীগ্রামে ফের সভা করার কথা ঘোষণা করেন শুভেন্দু। তিনি বলেন, ‘‘বিশাল সমাবেশ করব। ১ লক্ষ জমায়েত করব এই সভায়। যত গাড়ি লাগে লাগুক। সোনাচূড়া থেকেও সবাই যাবেন। এ বার যদি কেউ পথে আটকায় আমাকে একটা ফোন করবেন। আগের দিন আমি প্রস্তুত ছিলাম না। এবার যদি হামলা হয়, আমি নিজে আসব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement