কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গাঁধী।—ছবি পিটিআই।
দায়িত্বে ফিরে আসার পরে সামনে কঠিন কাজ। সেই কাজে দলের সব কর্মীর সমর্থন, সহযোগিতা ও সাহায্য দরকার বলে রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে চিঠি দিয়ে জানালেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গাঁধী। সভাপতি বেছে নেওয়ার জন্য কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) বৈঠকের আগে সব রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি ও পরিষদীয় নেতাদের মত জানতে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল এআইসিসি। সেই বৈঠকে গিয়ে মান্নান সওয়াল করেছিলেন, বিজেপির ‘ঘৃণ্য রাজনীতি’র মোকাবিলায় কংগ্রেসকে নেতৃত্ব দিতে হবে গাঁধী পরিবারের কাউকেই। রাহুল গাঁধী সব রকম চেষ্টা করেছিলেন কিন্তু তাঁর পদত্যাগের সিদ্ধান্তকেও সম্মান জানানো উচিত। এর পরে সনিয়াই অন্তর্বর্তী সভানেত্রী হওয়ায় তাঁকে কৃতজ্ঞতা জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন মান্নান। এক দিনের মধ্যেই তার উত্তর দিয়েছেন সনিয়া। যে রেওয়াজ আগে সনিয়ার জমানায় ছিল না। গত জুলাইয়েও সনিয়াকে চিঠি দিয়ে দলের হাল ধরার অনুরোধ জানিয়েছিলেন বিরোধী দলনেতা।