শিখা মিত্র
বিজেপির প্রার্থী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পরে শিখা মিত্রকে ফোন করে অভিনন্দন জানালেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের স্ত্রী ও প্রাক্তন বিধায়ক শিখাদেবী সনিয়াকে জানিয়েছেন, তিনি আদ্যন্ত কংগ্রেস পরিবারের মানুষ। অন্য কোনও দলে তিনি যাবেন না, বিজেপিতে যাওয়ার প্রশ্নই ওঠে না। তাঁর এই মনোভাবকে সাধুবাদ জানিয়েছেন সনিয়া। সূত্রের খবর, সোমেনবাবু কংগ্রেসে অনেকেরই উপকার করেছিলেন এবং তাঁর অনুপস্থিতিতে দলের কিছু কাজ নিয়ে প্রশ্ন আছে, এই সংক্রান্ত সংক্ষিপ্ত আলোচনাও হয়েছে দু’জনের। তবে শিখা কংগ্রেস সভানেত্রীকে জানিয়ে দিয়েছেন, তিনি দল না ছাড়লেও ফের ভোটে দাঁড়াতে উৎসাহী নন।
তৃণমূলে গিয়ে প্রথমে অধুনালুপ্ত শিয়ালদহ ও পরে চৌরঙ্গি থেকে বিধায়ক হয়েছিলেন শিখাদেবী। দিল্লি থেকে বৃহস্পতিবার বিকালে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার সময়ে শিখাদেবীর নাম বলা হয় চৌরঙ্গি কেন্দ্রের জন্যই। সেই ঘোষণার সঙ্গে সঙ্গেই শিখাদেবী বলে দেন, ‘‘আমি কোনও মতেই বিজেপির হয়ে দাঁড়াব না। এটা একেবারে মিথ্যা কথা! ভুল খবর!’’ একই কথা বলেন শিখা-পুত্র রোহন মিত্রও। রাতে শিখাকে ফোন করেন সনিয়া। কয়েক দিন আগে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সোমেনবাবুর বাড়ি গিয়ে শিখাদেবীকে তাঁদের দলে যোগ দেওয়ার ও চৌরঙ্গির প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। শিখাদেবীর অভিযোগ, তার পরে তাঁর সম্মতি ছাড়াই প্রার্থী হিসেবে নাম ঘোষণা করে দেয় বিজেপি। স্পষ্ট ভাবে শিখাদেবী সে কথা জানিয়ে দেওয়ায় ‘খুশি’ হয়েছেন স্বয়ং সনিয়া।