মেরামতির জন্য বাতিল ট্রেন, দুর্ভোগ

এমনিতেই রবিবার অনেক ট্রেন, বিশেষত লোকাল ট্রেন বাতিল থাকে। তার উপরে ওই ছুটির দিনে বিদ্যুৎ বন্ধ রেখে সারাইয়ের কাজ করার জন্য আরও ট্রেন বাতিল করলে কী করুণ অবস্থা হয়, সেটা বারবার জানিয়েও ফল পাচ্ছেন না শিয়ালদহের মেন লাইনের যাত্রীরা। ভুগছেন তাঁরাই। ভুগতে হল রবিবারেও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৬ ০৩:৫২
Share:

এমনিতেই রবিবার অনেক ট্রেন, বিশেষত লোকাল ট্রেন বাতিল থাকে। তার উপরে ওই ছুটির দিনে বিদ্যুৎ বন্ধ রেখে সারাইয়ের কাজ করার জন্য আরও ট্রেন বাতিল করলে কী করুণ অবস্থা হয়, সেটা বারবার জানিয়েও ফল পাচ্ছেন না শিয়ালদহের মেন লাইনের যাত্রীরা। ভুগছেন তাঁরাই।

Advertisement

ভুগতে হল রবিবারেও। এ দিনও ‘পাওয়ার ব্লক’ (ওভারহেড তারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে মেরামতির কাজ করা) করে কাজ হয়েছে চাকদহ-রানাঘাট সেকশনে। তাই বাতিল করা হয়েছে অনেক ট্রেন। ছুটির দিনে এমনিতেই কিছু ট্রেন না-চালানোয় ভোগান্তি হয় যাত্রীদের। তার উপরে এ দিন আরও কিছু ট্রেন বাতিল হওয়ায় তীব্র গরমে চূড়ান্ত নাকাল হন যাত্রীরা। বেলা পৌনে ১২টা থেকে প্রায় দেড়টা পর্যন্ত কল্যাণী ও শিয়ালদহের মধ্যে কোনও ট্রেনই ছিল না। পৌনে ২টো নাগাদ একটি ডাউন নৈহাটি লোকাল ট্রেন পৌঁছয় ব্যারাকপুরে। তিলধারণের জায়গা ছিল না তাতে।

শিযালদহ মেন লাইনে এখন সারা দিনে অন্তত ১৫ লক্ষ যাত্রী চলাচল করেন। রবিবার ছুটির দিন হলেও এখন অনেক বেসরকারি অফিস খোলা। নিত্যই বাড়ছে যাত্রী-সংখ্যা। কিন্তু দফায় দফায় আবেদন-নিবেদনের পরেও পূর্ব রেল বহু ট্রেন বাতিল করে দেয়। ফলে প্রতিটি ট্রেনেই বাদুড়ঝোলা অবস্থা হয়। তার পরে মেরামতির জন্য এ দিন আরও কয়েকটি ট্রেন বাতিল করায় অনেকে গন্তব্যে পৌঁছতে পারেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement