প্রতীকী ছবি।
আলিপুর সেন্ট্রাল জেল বারুইপুরে উঠে গেলে সেখানে বন্দিদের ফুটবল তৈরির প্রশিক্ষণ দেওয়ার জায়গা মিলবে না। তবে ওই প্রশিক্ষণে ইতিও টানতে চাইছে না কারা দফতর। তাই ফুটবল বানানোর প্রশিক্ষণের সঙ্গে যুক্ত বন্দিদের দমদম সেন্ট্রাল জেলে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে।
আলিপুর জেলে প্রশিক্ষণ পর্বে বন্দিরা প্রতিদিন গড়ে পাঁচ-ছ’টি ফুটবল তৈরি করছেন। কয়েক মাসের মধ্যে ওখানকার দণ্ডিত বন্দিদের ধাপে ধাপে বারুইপুরে পাঠানো হবে। কিন্তু সেখানে ফুটবল তৈরির জায়গা নেই। কারা দফতর সূত্রের খবর, আলিপুর জেলে ফুটবল তৈরির সঙ্গে যুক্ত ২৫-৩০ জন বন্দিকে তাই দমদম জেলে নিয়ে গিয়ে ওই কাজ চালানোর সিদ্ধান্ত প্রায় পাকা। দমদম জেলে জায়গার ব্যবস্থা হচ্ছে। ‘‘বন্দিরা ভাল ফুটবল তৈরি করেছেন। বারুইপুরে ওই কাজের জায়গা নেই বলেই বন্দিদের দমদমে পাঠানোর কথা ভাবা হয়েছে,’’ বলেন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।
রাজ্য সরকারের ‘রিফিউজি হ্যান্ডিক্রাফটস’-ই ফুটবল তৈরির প্রশিক্ষণ দিচ্ছে। বন্দিদের তৈরি ফুটবল দেখে সন্তোষ প্রকাশ করেছেন সংস্থার চেয়ারম্যান তথা প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য। তিনি বলেন, ‘‘প্রশিক্ষণ পর্বে ভালই ফুটবল তৈরি করছেন বন্দিরা। তাঁরা আরও ভাল করবেন বলেই আমার বিশ্বাস।’’ কারা দফতর সূত্রের খবর, ফুটবল তৈরির প্রশিক্ষণ সদ্য শেষ হয়েছে। এ বার সংশ্লিষ্ট বন্দিরা পুরোপুরি ফুটবল তৈরির কাজে নেমে পড়বেন।