Schools

Kolkata schools: স্কুল সম্পর্কে কিচ্ছুটি লেখা যাবে না ফেসবুকে, অভিভাবকদের মুচলেকা দিতে হচ্ছে কলকাতায়!

স্কুল থেকে সন্তানদের বাবা-মাকে ফর্ম দেওয়া হয়েছে। তাতে নাম, সন্তানের নাম লিখে সই করতে বলা হয়েছে। মোট সাতটি পয়েন্ট রয়েছে ওই মুচলেকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২২ ২০:৫৪
Share:

প্রতীকী ছবি।

স্কুলের সুনাম নষ্ট হয়, এমন কোনও বয়ান দেওয়া বা লেখা যাবে না নেটমাধ্যম, সংবাদপত্র কিংবা ডিজিটাল মাধ্যমে। অংশ নেওয়া যাবে না স্কুলের সিদ্ধান্ত বদল করার দাবিতে কোনও বিক্ষোভে। এমনই মুচলেকায় স্বাক্ষর করে সন্তানকে স্কুলে পাঠাতে হচ্ছে অভিভাবকদের। কলকাতার ডিপিএস নিউটাউন-সহ বিভিন্ন স্কুল এই মর্মে স্ট্যাম্প পেপারে মা-বাবার সই নিয়েছে বলে অভিযোগ।

স্কুল থেকে সন্তানদের বাবা-মাকে একটি করে ফর্ম দেওয়া হয়েছে। তাতে নাম, সন্তানের নাম লিখে সই করতে বলা হয়েছে। মোট সাতটি পয়েন্ট রয়েছে ওই মুচলেকায়। তার মধ্যে চতুর্থ পয়েন্টে লেখা হয়েছে, স্কুলের সুনাম নষ্ট হয় এমন কোনও কথা লিখিত বা মৌখিক আকারে কোনও নেটমাধ্যম, সংবাদপত্র বা ডিজিটাল মাধ্যমে দেওয়া যাবে না। করা যাবে না স্কুলের কোনও সিদ্ধান্তের সমালোচনাও। ষষ্ঠ পয়েন্টে লেখা হয়েছে, স্কুলকে কোনও সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে, এমন কোনও বিক্ষোভে অভিভাবকদের অংশ নেওয়া চলবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement