টেট আটকে থাকায় মামলা

২০১৭ সালে টেটের বিজ্ঞপ্তি জারি হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ জুন ২০১৯ ০২:৩২
Share:

প্রাথমিক স্তরে নিয়োগের পরীক্ষা (টিচার এবিলিটি টেস্ট বা টেট) ২০১৫ সালের পরে না-হওয়ায় কলকাতা হাইকোর্টে মামলা করেছেন কয়েক জন প্রার্থী। সোমবার তার শুনানিতে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন, এই বিষয়ে তাঁদের বক্তব্য ২৭ জুন আদালতে জানাতে হবে।

Advertisement

মামলার আবেদনকারীদের আইনজীবী ফিরদৌস শামিম জানান, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা এনসিটিই-র নির্দেশিকা অনুযায়ী প্রতি বছরই রাজ্য সরকারের টেট নেওয়ার কথা। ২০১৬, ২০১৭ সালে টেট হয়নি। ২০১৭ সালে টেটের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। পরীক্ষায় বসার জন্য সাধারণ প্রার্থীদের কাছ থেকে ১০০ টাকা এবং তফসিলি জাতি-জনজাতির প্রার্থীদের কাছ থেকে ২৫ টাকা করে নেওয়াও হয়। কিন্তু পরীক্ষার দিন এখনও ধার্য হয়নি।

পর্ষদের কৌঁসুলি সুবীর সান্যাল জানান, তিনি কর্তৃপক্ষের বক্তব্য জেনে পরের শুনানিতে আদালতে জানাবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement