শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রী। ছবি: পিটিআই।
এ বার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও আতস কাচের নীচে আনতে চলেছে সরকার। ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই। বেসরকারি স্বাস্থ্য পরিষেবা সংস্থাগুলিতে অনিয়ম এবং আর্থিক জুলুম রুখতে শুক্রবারই বিধানসভায় ক্লিনিক্যাল এসটাবলিশমেন্ট বিল পাশ করিয়েছে রাজ্য সরকার। সেই বিল নিয়ে বিতর্ক চলাকালীনই মুখ্যমন্ত্রীর ঘোষণা, পরীক্ষার মরশুম শেষ হলেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির কর্তৃপক্ষকে তলব করবেন তিনি।
শিক্ষামন্ত্রীর উপস্থিতিতেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এ বার বেসরকারি শিক্ষা ক্ষেত্রে নজর দেবেন তিনি। ছবি: পিটিআই।
মুখ্যমন্ত্রী এ দিন প্রথমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পঠন-পাঠনের মানের প্রশংসাই করেন। বেশ কিছু বেসরকারি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা খুব ভাল হয়, মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। কিন্তু তার পরই মুখ্যমন্ত্রীর ইঙ্গিত, পঠন-পাঠন ভাল হয় বলেই লাগামছাড়া টাকা নেওয়া হবে, এটা চলতে পারে না। তিনি বলেন, ‘‘কেউ কেউ এত বেশি ডিম্যান্ড করেন, এত বেশি চার্জ নেন, এত বেশি ডোনেশন নেন, আমার মনে হয় কোথাও একটা কন্ট্রোল থাকা উচিত।’’
আরও পড়ুন: পাশ হয়ে গেল স্বাস্থ্য বিল, সমালোচনায় বিরোধীরা, সুজনে খাপ্পা মুখ্যমন্ত্রী
কে তাঁর সন্তানকে কোন স্কুলে পড়াবেন, কত টাকা খরচ করবেন, সে সব তাঁর ব্যক্তিগত বিষয় বলে মুখ্যমন্ত্রীর মত। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির স্বাধিকারেও তিনি হস্তক্ষেপ করতে চান না বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। কিন্তু স্বাধিকারে হস্তক্ষেপ না করেও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লাগামছাড়া টাকা নেওয়ার প্রবণতায় রাশ টানতে যে তিনি উদ্যোগী হবেন, তা মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে তিনি ডেকে পাঠাবেন এবং তাঁদের নিয়ে বৈঠকে বসবেন বলে মুখ্যমন্ত্রী এ দিন জানিয়েছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক-সহ বিভিন্ন পরীক্ষা মিটে গেলেই এই বৈঠক ডাকা হবে।