পোঁতা হল ছোট ইলিশ

রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ছোট ইলিশ বোঝাই সাতটি ট্রাক আটকে দেন স্থানীয় মানুষজন। নিয়ম মোতাবেক, এই মাছ নিলাম করে মৎস্য দফতর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮ ০৪:২৮
Share:

ছোট ইলিশ ধরতে মৎস্যজীবীদের পই পই করে বারণ করে মৎস্য দফতর। সাধারণ মানুষকেও সচেতন হতে বলা হয়। কিন্তু সে কথা শোনে কে! তবে সোমবার কাকদ্বীপের অক্ষয়নগরে যা ঘটেছে, তাতে মাছ ব্যবসায়ী এবং ক্রেতার সচেতনতার চিত্র ধরা পড়েছে। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ছোট ইলিশ বোঝাই সাতটি ট্রাক আটকে দেন স্থানীয় মানুষজন। নিয়ম মোতাবেক, এই মাছ নিলাম করে মৎস্য দফতর। স্থানীয় আড়তদারেরা তা কিনে খোলা বাজারে বিক্রি করেন। এ দিন অবশ্য নিলামে যোগই দেননি কোনও ব্যবসায়ী। কিছু আড়তদার তক্কে তক্কে ছিলেন। কিন্তু লোকজনের মেজাজ বুঝে আর দর হাঁকার সাহস করেননি।
শেষমেশ ১২ টন ছোট ইলিশ মাটিতে পুঁতে ফেলা হয়েছে বলে জানিয়েছেন ডায়মন্ড হারবারের সহকারী মৎস্য অধিকর্তা (সামুদ্রিক) জয়ন্ত প্রধান। সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, ‘‘সাধারণ মানুষে এ ভাবে পাশে থাকলে আমাদের কাজটা আরও সহজ হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement