—ফাইল চিত্র।
দল বদলের অভিযোগের জবাব দিতে এক মাস সময় চাইলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী। লোকসভার স্পিকারকে লেখা চিঠিতে শিশিরবাবু জানিয়েছেন, দীর্ঘ দিন তিনি দিল্লি যাননি। শারীরিক ভাবেও সম্পূর্ণ সুস্থ নন। তাই স্পিকারের পাঠানো নোটিসের জবাব দিতে তাঁকে ওই সময় দেওয়া হোক। প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্বাচনী সভামঞ্চে হাজির হন কাঁথির তৃণমূল সাংসদ। তার পরেই দলত্যাগ-বিরোধী আইনে তৃণমূল অভিযোগ জানালে শিশিরবাবুর বক্তব্য জানতে চেয়ে নোটিস পাঠানো হয় লোকসভার সচিবালয় মারফত।