অশোক ভট্টাচার্য। —ফাইল চিত্র।
সিভিক ভলান্টিয়ারদের পাওনা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই ভাবেই রাজ্যের বিভিন্ন পুর-নিগম ও পুরসভায় কর্মরত প্রায় দু’লক্ষ অস্থায়ী, চুক্তিভিত্তিক ও দৈনিক হাজিরার কর্মীদের পাওনার বিষয়ে নজর দেওয়ার জন্য পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে আর্জি জানালেন শিলিগুড়ির মেয়র ও বিধায়ক অশোক ভট্টাচার্য।
পুরমন্ত্রীকে লেখা চিঠিতে অশোকবাবু জানিয়েছেন, অস্থায়ী ওই কর্মীদের মহার্ঘ ভাতা বা অবসরের সময়ে এককালীন কোনও অনুদান দেওয়া হয় না। ওঁদের আর্থিক দায় পুরসভাগুলিই বহন করে।
অশোকবাবুর প্রস্তাব, অস্থায়ী কর্মীদের বেতন ও পাওনা মেটানোর জন্য রাজ্য সরকার প্রতি তিন মাসে পুরসভাগুলিকে স্থায়ী বরাদ্দের মতো ‘পে প্যাকেট’ দিক। এই লক্ষ্যে স্বীকৃত পুর ট্রেড ইউনিয়নগুলির সঙ্গে রাজ্য সরকারের বৈঠক বা বিধানসভায় আলোচনার ব্যবস্থা করারও আর্জি জানিয়েছেন শিলিগুড়ির মেয়র।