পবন চামলিং। ফাইল চিত্র।
গোর্খাল্যান্ড হতে দিন। মোর্চার নেতাদের মতোই পৃথক রাজ্যের দাবিকে সমর্থন জানালেন সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিং। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকে চিঠি দিয়ে সে কথাই জানিয়েছেন তিনি। চিঠিতে চামলিঙের দাবি, গোর্খ্যাল্যান্ড গঠিত হলেই পাহাড়ে শান্তি ফিরবে। এবং তাতে লাভ হবে সিকিমেরও।
আরও পড়ুন: পাহাড় নিয়ে সরকারের সর্বদলীয় বৈঠকে অধিকাংশ দলই অনুপস্থিত
সিকিমের মুখ্যমন্ত্রীর এই বার্তা পাহাড়ে অশান্তির আগুনকে আরও উস্কে দেবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। এ দিন শিলিগুড়িতে রাজ্য সরকারের আহ্বানে সর্বদল বৈঠক হয়। চামলিঙের ওই চিঠির প্রসঙ্গে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘প্রত্যেক রাজ্যেরই উচিত অন্য রাজ্যের প্রতি দায়িত্বশীল থাকা। আশা করছি, সকলেই সেই দায়িত্বশীলতার পরিচয় দেবেন।’’
পবন চামলিঙের চিঠি