BJP MLA

Suvendu Adhikari: মমতার সরকারের বিরুদ্ধে অমিত-নড্ডাকে নালিশ জানাতে বিজেপি বিধায়কদের নিয়ে দিল্লি যাবেন শুভেন্দু

আইন শৃঙ্খলা-সহ একাধিক বিষয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করবেন বিজেপি বিধায়করা

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২১ ১৯:৫৭
Share:

বিজেপি বিধায়কদের নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সভাপতি জেপি নড্ডার কাছে যাবেন শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র।

মমতার সরকারের বিরুদ্ধে নালিশ জানাতে বিজেপি পরিষদীয় দলের সদস্যদের নিয়ে দিল্লি যাবেন শুভেন্দু অধিকারী। সাক্ষাৎ করবেন শাহ-নড্ডার সঙ্গে। সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিনের কাজ শেষ হওয়ার পর নৌশার আলি কক্ষে বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন বিরোধী দলনেতা। সেখানেই তিনি পরিষদীয় দলের সদস্যদের জানান, রাজ্যে ভোট-পরবর্তী সময়ে শাসকদলের দ্বারা আক্রান্ত বিজেপি কর্মীদের অবস্থা-সহ একাধিক বিষয়ে দিল্লির সরকারের দ্বারস্থ হবেন।

Advertisement

বৈঠকে শুভেন্দু জানিয়েছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার অর্থ কেন্দ্রীয় সরকার দিলেও, রাজ্য সেই প্রকল্প 'বাংলা আবাস যোজনা' নামে চালাচ্ছে। সঙ্গে ব্যাপক ভাবে দুর্নীতি হচ্ছে এই প্রকল্পকে ঘিরে। এই প্রকল্পের সার্ভে রিপোর্টও কেন্দ্রকে দেওয়া হচ্ছে না। পাশাপাশি, ১০০ দিনের কাজের ক্ষেত্রে যেমন দুর্নীতি হচ্ছে, তেমনই বেছে বেছে বিজেপি কর্মীদের কাজ দেওয়া হচ্ছে না। এমনই সব অভিযোগের কথা উল্লেখ করে বিজেপি সভাপতি জেপি নড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ হবেন তাঁরা। আইন শৃঙ্খলা-সহ একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করবেন তাঁরা।

বৈঠকে শুভেন্দু অভিযোগ করেছেন, বেছে বেছে বিজেপি কর্মীদের করোনা টিকা থেকে বাদ দিয়েছে তৃণমূল পরিচালিত সরকারের প্রতিনিধিরা। এ ক্ষেত্রে বিজেপি বিধায়করা উদ্যোগী হয়ে রেল হাসপাতাল মারফত বিজেপি কর্মীদের টিকাকরণ করিয়েছেন। বিজেপি বিধায়করা সিদ্ধান্ত নিয়েছেন, রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদারের কাছে অনুরোধ করা হবে, যাতে তিনি উদ্যোগী হয়ে বিজেপি বিধায়কদের জন্য এই দুই নেতার কাছে সাক্ষাৎকারের সময় করে দেন। শাহ-নড্ডা সময় দিলেই দিল্লির উদ্দেশে রওনা দেবেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement