ধর্মঘটে গরহাজিরায় শো-কজ

বামপন্থী-সহ ৫৬টি গণ-সংগঠনের ডাকা ২ সেপ্টেম্বরের ধর্মঘটে যাঁরা কাজে যোগ দেননি, তাঁদের কারণ দর্শানোর নোটিস পাঠাল রাজ্য সরকার। ধর্মঘটের আগের ও পরের কাজের দিনেও যাঁরা অফিসে হাজিরা দেননি, ওই নোটিস পাঠানো হয়েছে তাঁদের কাছেও।

Advertisement
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০২:৪১
Share:

বামপন্থী-সহ ৫৬টি গণ-সংগঠনের ডাকা ২ সেপ্টেম্বরের ধর্মঘটে যাঁরা কাজে যোগ দেননি, তাঁদের কারণ দর্শানোর নোটিস পাঠাল রাজ্য সরকার। ধর্মঘটের আগের ও পরের কাজের দিনেও যাঁরা অফিসে হাজিরা দেননি, ওই নোটিস পাঠানো হয়েছে তাঁদের কাছেও। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার ক্ষমতায় এসেই ধর্মঘটে সরকারি কর্মীরা কাজে যোগ না-দিলে এক দিনের বেতন কাটার ফরমান জারি করেছিল। তবে ধর্মঘটের আগের ও পরের দিনও কাজে যোগ দিতে হবে বলে এ বারেই প্রথম নোটিস জারি করে। নবান্নের খবর, অতীতে কখনওই ধর্মঘটে কাজে যোগ না-দেওয়ার জন্য কর্মীদের বেতন কাটার বেশি শাস্তি দেয়নি সরকার। নবান্নের এক কর্তা বলেন, ‘‘সাধারণত প্রতি বারেই ধর্মঘটে ৯০ শতাংশেরও বেশি কর্মী কাজে যোগ দিয়েছেন। সেই জন্য সরকার কড়া ব্যবস্থা নেয়নি। এ বার সেই ট্র্যাডিশনই বজায় থাকবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement