—ফাইল চিত্র
বরফ গলছে বনগাঁয়। দলের সঙ্গে গত কয়েক মাসে ক্রমশ দূরত্ব বাড়ছিল বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের। দলের অনুষ্ঠান এড়িয়ে চলছিলেন। শুক্রবার অবশ্য বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত গাইঘাটার ঠাকুরনগরে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াতের কর্মসূচিতে দেখা গেল তাঁকে। সব কিছু ঠিক থাকলে আগামী ৩০ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঠাকুরনগরে এসে উদ্বাস্তু ও মতুয়াদের কাছে নাগরিকত্ব আইন কার্যকর করা নিয়ে তাঁর মতামত জানাবেন বলে বিজেপি সূত্রের খবর। শান্তনু এ দিন বলেন, "আজ সময় পেয়েছি, তাই এলাম। এত দিন কমবেশি ব্যস্ত ছিলাম।’’ নাগরিকত্ব আইন প্রয়োগ নিয়ে তাঁর উপরে মতুয়া সমাজের মানুষের চাপ আছে বলেও এ দিন ফের জানান শান্তনু। গজেন্দ্র সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘নাগরিকত্ব আইন হয়ে গিয়েছে। নিয়মকানুন তৈরি বাকি।’’