SFI

নভেম্বর বিপ্লব স্মরণে বই-বিপণি

সিপিএমের ছাত্র সংগঠনের কলকাতা বিশ্ববিদ্যালয় ইউনিটের আয়োজনে ওই বইয়ের বিপণির উদ্বোধন করেছেন এসএফআইয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক বিমান বসু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২২ ০৯:৩৮
Share:

নভেম্বর বিপ্লব। ফাইল চিত্র।

পুজোর সময়ে পুস্তক বিপণির রেওয়াজ বহু দিন ধরেই পালন করছে বামেরা। এ বার নভেম্বর বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বইয়ের পসরা সাজিয়ে বসল এসএফআই। সিপিএমের ছাত্র সংগঠনের কলকাতা বিশ্ববিদ্যালয় ইউনিটের আয়োজনে ওই বইয়ের বিপণির উদ্বোধন করেছেন এসএফআইয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক বিমান বসু। উপস্থিত ছিলেন এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস, রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য-সহ সংগঠনের অন্যান্য নেতা এবং কুটা-র সম্পাদক সনাতন চট্টোপাধ্যায় ও সভাপতি মহালয়া চট্টোপাধ্যায়। বইয়ের ওই বিপণিতে ঘুরে গিয়েছেন রাজ্য ও কলকাতা জেলা সিপিএমের বহু নেতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement