এসএফআইয়ের শারদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে বিমান বসু, সুজন চক্রবর্তী, শমীক লাহিড়ি, নেপালদেব ভট্টাচার্য, ময়ূখ বিশ্বাস, সৃজন ভট্টাচার্য প্রমুখ
এ বার ৫০ বছর পূরণ করেছে এসএফআই। সেই মাইল ফলককে মাথায় রেখেই বিশেষ শারদ সংখ্যা প্রকাশ করল সিপিএমের ছাত্র সংগঠন। ওই শারদ সংখ্যা শনিবার প্রকাশিত হল সংগঠনের প্রাক্তন নেতা বিমান বসু, সুজন চক্রবর্তী, শমীক লাহিড়ীদের হাতে। উপস্থিত ছিলেন ছাত্র সংগঠনের আরও নানা সময়ের নেতৃত্ব। করোনা, লকডাউন থেকে কৃষিবিল, নানা বিষয়েই আলোচনা উঠে এসেছে এই সংখ্যায়। এ বার শ্রদ্ধার্ঘও রয়েছে প্রয়াত দুই নেতা নিরুপম সেন ও শ্যামল চক্রবর্তীর প্রতি।