ভাষা ও পোশাক চাপিয়ে দেওয়ার প্রতিবাদে পথে এসএফআই। নিজস্ব চিত্র।
আরএসএস-বিজেপির হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার নীতি এবং রাজ্য সরকারের স্কুলে ‘ব’-সজ্জিত পোশাক চাপিয়ে দেওয়ার প্রতিবাদে পথে নামল এসএফআই। ‘নিজের ভাষায় পড়তে চাই, নিজের ইউনিফর্ম পরতে চাই’— এই স্লোগানকে সামনে রেখে কলকাতায় মিছিল করল সিপিএমের ছাত্র সংগঠন। শ্রমিক ভবন থেকে মৌলালি মোড় পর্যন্ত রবিবারের ওই মিছিলে শামিল হয়েছিলেন এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস, রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, রাজ্য সভাপতি প্রতীক-উর রহমানেরা। এসএফআইয়ের আসন্ন ১৭তম সর্বভারতীয় সম্মেলন উপলক্ষে ছাত্র সংগঠনের রাজ্য দফতর দীনেশ মজুমদার ভবনে সাংগঠনিক কনভেনশনও ছিল এ দিন। কনভেনশনের উদ্বোধন করেন চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়।