—ফাইল চিত্র
নিট এবং নেট দুর্নীতির প্রতিবাদে দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। আগামী ৪ জুলাই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
দিন তিনেক আগে কলকাতায় এসএফআই-সহ চারটি বাম ছাত্র সংগঠন মিছিল করেছিল। শ্যামবাজার পাঁচমাথা মোড় থেকে মিছিল শুরু হয়। যায় কলেজ স্ট্রিট পর্যন্ত। মিছিল শেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং বাংলা থেকে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত সুকান্ত মজুমদারের কুশপুতুল জ্বালান বাম ছাত্রেরা। এ বার দেশ জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিল এসএফআই। সংগঠন জানিয়েছে, ওই দিন দেশের বিভিন্ন প্রান্তে পড়ুয়ারা ক্লাস বয়কট করে মিছিল করবেন। তাঁদের সাত দফা দাবি রয়েছে। এক) গোটা এনটিএ ব্যবস্থাই বাতিল করতে হবে। দুই) ইস্তফা দিতে হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে। তিন) যাঁরা সম্প্রতি নিট ও নেট পরীক্ষা দিয়েছেন, তাঁদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। চার) পিএইচডির জন্য নেট পরীক্ষা নির্দিষ্ট নম্বর বাধ্যতামূলক করে যে নিয়ম চালু হয়েছে, তা প্রত্যাহার করতে হবে। পাঁচ) পরীক্ষা ব্যবস্থার কেন্দ্রীয়করণের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। ছয়) কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্রনেতাদের গ্রেফতারি বন্ধ করতে হবে। সাত) স্কুল রাখা চলবে না।
এসএফআইয়ের সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস বলেন, ‘‘শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। শিক্ষা ব্যবস্থার সঙ্ঘীকরণ চলছে। আমাদের প্রতিবাদ এর বিরুদ্ধে। এ ভাবে চলতে পারে না। প্রত্যেক দিন কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বাক্শক্তি কেড়ে নেওয়া হচ্ছে। এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। সমমনস্ক সংগঠনগুলিকেও আমরা আহ্বান জানাচ্ছি।’’