viral video

পাথরের খাঁজে লুকোনো ‘যকের ধন’! ‘বিপ বিপ’ শব্দে মিলল হদিস, বেরিয়ে এল বাক্স বোঝাই স্বর্ণমুদ্রা

পাথরের উপরে ডিটেক্টরটি নিয়ে এগিয়ে যেতে যেতে হঠাৎ করেই বিপ বিপ করে শব্দ বেজে ওঠে। সেই শব্দ শুনে উত্তেজিত হয়ে ওঠেন সোনা সন্ধানকারী। সেখানকার পাথরগুলি চাড় দিয়ে ভাঙতে শুরু করেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৫ ০৭:৪২
Share:
treasure hunt

ছবি: সংগৃহীত।

পাথরের খাঁজে লুকোনো গুপ্তধন। সেই সাত রাজার ধন খুঁজতে ব্যবহার করা হয়েছে মেটাল ডিটেক্টর। বিপ বিপ শব্দ হতেই উল্লসিত হয়ে পড়লেন গুপ্তধন সন্ধানকারী। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় সোনার মুদ্রা খুঁজে বার করার মুহূর্তটি ধরা পড়েছে। এক ব্যক্তি পাহাড়ি এলাকায় মেটাল ডিটেক্টর ব্যবহার করে গুপ্তধনের সন্ধান করছেন। ভিডিয়োটি প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়েছে। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়। ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ইনস্টাগ্রামে শেয়ার করা এই ভিডিয়োয় দেখা গিয়েছে যে এক ব্যক্তি পাহাড়ি এলাকায় মেটাল ডিটেক্টর ব্যবহার করছেন। পাথরের উপরে ডিটেক্টরটি নিয়ে এগিয়ে যেতে যেতে হঠাৎ করেই বিপ বিপ করে শব্দ বেজে ওঠে। সেই শব্দ শুনে উত্তেজিত হয়ে ওঠেন সোনা সন্ধানকারী। সেখানকার পাথরগুলি চাড় দিয়ে ভাঙতে শুরু করেন তিনি। বেশ খানিকটা পরিশ্রম করার পর মাটি দেখা যায়। সেই মাটি হাত দিয়ে সরাতেই মেলে একটি বাক্স । সেই বাক্স খুলতেই দেখা গিয়েছে বেশ কিছু সোনার মুদ্রা। মাটির নীচে চাপা পড়ে থাকলেও সেগুলির উজ্জ্বলতা অম্লান।

আর্কয়োওলজিস্ট নামের অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করার পর তা প্রচুর পরিমাণে নেটমাধ্যম ব্যবহারকারীর নজর কেড়েছে। এই গুপ্তধন আবিষ্কারের ভিডিয়োটি ১২ কোটি বারেরও বেশি দেখা হয়েছে। ভিডিয়ো দেখে অবশ্য বেশ কয়েক জন এই ভিডিয়োর সত্যতা নিয়ে প্রশ্নও তুলেছেন। আবার কেউ কেউ এই সোনার সম্ভাব্য মূল্য নিয়ে মতামত জানিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement