—ফাইল চিত্র।
স্নাতকোত্তর চিকিৎসাবিদ্যায় (এমডি, এমএস) ভর্তি সংক্রান্ত সমস্যার মামলায় মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত স্বস্তি পেলেন ‘সার্ভিস ক্যান্ডিডেট’ বা সরকারি ক্ষেত্রে কর্মরত প্রার্থীরা। সর্বোচ্চ আদালত মঙ্গলবার জানিয়ে দিয়েছে, যে-ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে, তা বহাল থাকবে। চূড়ান্ত নিষ্পত্তির জন্য বিষয়টি সাংবিধানিক বেঞ্চে পাঠিয়ে দেওয়া হচ্ছে।
এপ্রিলে রাজ্যের স্বাস্থ্য দফতরের ভর্তি-নীতিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ‘ওপেন ক্যান্ডিডেট’ অর্থাৎ মুক্ত প্রার্থীরা। তাঁদের দাবি ছিল, প্রত্যন্ত ও দুর্গম এলাকায় সরকারি স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে কর্মরত চিকিৎসকদের সর্বোচ্চ ১০% সংরক্ষণের সুযোগ দিয়ে মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের অভিন্ন তালিকা প্রকাশ করতে হবে। সেই মামলায় দীর্ঘ শুনানির পরে ভর্তি প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট। তার পরেই শীর্ষ আদালতে মামলা করেন সার্ভিস ক্যান্ডিডেটরা। সর্বোচ্চ আদালতের বিচারপতি অরুণ মিশ্র এ দিন জানান, ভর্তি প্রক্রিয়া বানচাল হয়, এমন কোনও পদক্ষেপ আদালত আপাতত করবে না। মামলার পরবর্তী শুনানির জন্য আবেদনটি সাংবিধানিক বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন তিনি। শীর্ষ আদালতের এ দিনের পর্যবেক্ষণকে সার্ভিস ক্যান্ডিডেটদের জয় হিসেবে দেখছে চিকিৎসক সংগঠন সার্ভিস ডক্টরস ফোরাম এবং অ্যাসোসিয়েশন অব হেল্থ সার্ভিস ডক্টরস। তবে মুক্ত প্রার্থীদের আইনজীবী কল্লোল বসু জানান, এ দিনের পর্যবেক্ষণকে জয়-পরাজয় হিসেবে দেখা উচিতই নয়।