State News

মুখ্যসচিবকে চিঠি কমিশনের

নিয়মানুসারে, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই ভোটের দিনক্ষণ ঘোষণা করে থাকে কমিশন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ মার্চ ২০২০ ০৫:৩৪
Share:

প্রতীকী ছবি।

পুরভোট নিয়ে ক্রমশই প্রশাসনিক তৎপরতা বাড়াচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। এ বার রাজ্যের মুখ্যসচিব রাজীব সিংহকে চিঠি পাঠালেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। শুক্রবারই এই চিঠি নবান্নে পৌঁছেছে বলে প্রশাসনিক সূত্রের খবর।

Advertisement

রাজ্যের ১১১টি পুরসভায় ওয়ার্ড সংরক্ষণের চূড়ান্ত তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। সে কথাই মুখ্যসচিবকে পাঠানো চিঠিতে কমিশনার উল্লেখ করেছেন বলে সূত্রের খবর। এই উল্লেখের সঙ্গেই ১১১টি পুরসভার ভোট নিয়ে রাজ্যের কী ভাবনা-চিন্তা, তা জানার আগ্রহও দেখিয়েছে কমিশন। সে ক্ষেত্রে ভোট সংক্রান্ত বিষয়ে মতামত বা পরামর্শ দিতে পারে রাজ্য সরকার। সে কারণে মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছেন কমিশনার। প্রায় একই বয়ান উল্লেখ করে গত ২৭ ফেব্রুয়ারি পুর ও নগরোন্নয়ন দফতরকে চিঠি পাঠিয়েছিলেন কমিশনের সচিব। সেই চিঠি নিয়ে সরকারি স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ শুরু হয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর। তবে সপ্তাহখানেক গড়ালেও সেই চিঠির জবাব না আসায় পরবর্তী পদক্ষেপ হিসেবেই রাজ্যের প্রশাসনিক প্রধানকে চিঠি পাঠিয়েছেন কমিশনার।

নিয়মানুসারে, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই ভোটের দিনক্ষণ ঘোষণা করে থাকে কমিশন। তবে কলকাতা ও হাওড়ার ভোট হয়ে যাওয়ার পরে পুরভোটে কিছু দিন বিরতি থাকার চর্চাও চলছে প্রশাসনের অন্দরে। সে ক্ষেত্রে বাকি পুরসভার ভোট কিছু দিন পরে হতে পারে বলে জল্পনা চলছে।

Advertisement

আরও পড়ুন: সব সরকারি ফর্ম থেকেই বাদ বিতর্কিত অংশ ও শর্ত

এর মাঝেই সর্বদলীয় বৈঠকের প্রস্তুতি শুরু করেছে কমিশন। আগামী সপ্তাহের শেষের দিকে এই বৈঠক হতে পারে বলে কমিশন সূত্রে খবর। যদিও কোনও বিষয়েই মুখ খুলতে নারাজ কমিশন কর্তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement