Sealdah

House collapsed: শিয়ালদহের কাছে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, বাড়ি ফাঁকা থাকায় রক্ষা

বাড়ির বাসিন্দারা মালদহে আত্মীয়ের বাড়িতে ছিলেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শনিবার রাতের প্রবল বৃষ্টিতে বাড়িটি দুর্বল হয়ে পড়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মে ২০২২ ১৬:১৪
Share:

ভিডিয়ো থেকে নেওয়া।

শহরে আবার পুরনো বাড়ির একাংশ ভেঙে বিপত্তি। তবে সেই সময় বাড়িতে কেউ না থাকায় রক্ষে। ঘটনাটি ঘটেছে শিয়ালদহ এলাকায়। শনিবার বৃষ্টির কারণেই বাড়িটি ভেঙে পড়ে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

Advertisement

শিয়ালদহের অ্যান্টনি বাগান লেনে একটি পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে। বাড়িটি ফাঁকা ছিল। স্থানীয় সূত্রের খবর, রবিবার সকাল সওয়া আটটা নাগাদ কলকাতা পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ডে অ্যান্টনি বাগান লেন ও বুদ্ধ ওস্তাগর লেনের সংযোগস্থলে একটি পুরনো বাড়ির দোতলার বারান্দা হুড়মুড় করে ভেঙে পড়ে। ধসে যায় দেওয়ালের একটি অংশও। ওই বাড়ির বাসিন্দারা মালদহে আত্মীয়ের বাড়িতে ছিলেন। ফলে তাঁরা প্রাণে বেচে যান। বাড়ির নীচে থাকা দোকানটিও বন্ধ ছিল। বাড়ি ভাঙার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আর্মহার্স্ট স্ট্রিট থানার পুলিশ।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শনিবার রাতে প্রবল বৃষ্টির কারণে বাড়ির একটি অংশ দুর্বল হয়ে পড়ে। রবিবার সকালে তা-ই ভেঙে পড়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement