ফাইল চিত্র।
কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বাতিলের দাবিতে টানা ১০ মাসেরও বেশি আন্দোলন চালিয়ে যাচ্ছেন উত্তর ভারতের কৃষকেরা। কেন্দ্রীয় ওই আইনের প্রতিবাদের পাশাপাশি এ রাজ্যেও জোরালো কৃষক আন্দোলন গড়ে তোলার সুযোগ রয়েছে বলে মনে করছে কংগ্রেস। তাদের মতে, কৃষকদের উৎপাদনের খরচ কমানো, ফসলের ন্যায্য মূল্য পাওয়া বা বিদ্যুতের খরচ সাশ্রয়ের মতো নানা বিষয়ে আন্দোলন হতে পারে। দিল্লিতে কৃষক সংগঠনগুলির চলমান আন্দোলনের মঞ্চের তরফে প্রতিনিধিরা বুধবার কথা বলতে এসেছিলেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে। তাঁরা জানতে চান, বাংলায় বড় জমির মালিক কৃষক কম বলেই কি এ রাজ্যে কৃষক আন্দোলন সে ভাবে দানা বাঁধছে না? প্রদীপবাবু তাঁদের কাছে ব্যাখ্যা করেন, উত্তর ভারতের চেয়ে কৃষকদের চেহারা এখানে আলাদা হলেও আন্দোলনের যথেষ্ট উপাদান রয়েছে। পরে প্রদীপবাবু বলেন, ‘‘ফসলের ন্যায্য মূল্যের দাবি বা উৎপাদনের খরচ কমানোর বিষয় আছে। কৃষিপণ্য বিপণন আইন পরিবর্তন হয়ে কৃষকদের অসুবিধা বেড়ে গিয়েছে এখানেও। অনেক রাজ্য কৃষির কাজে ব্যবহৃত বিদ্যুতের দামে ছাড় দিয়েছে কিন্তু এখানে হয়নি। আমরা মনে করি, কাকদ্বীপের মতো ফের কৃষক আন্দোলন গড়ে তোলার পরিস্থিতি আছে। অন্যেরা না পারলে আমাদের সেই চেষ্টা করা উচিত।’’