School

জুলাই পর্যন্ত বন্ধ স্কুল, ইঙ্গিত মমতার

সম্প্রতি মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ নিশঙ্ক পোখরিয়াল জানিয়েছেন, সম্ভবত ১৫ আগস্টের পরে দেশে স্কুল-কলেজ খুলবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুন ২০২০ ০৩:৪২
Share:

প্রতীকী ছবি।

রাজ্যের স্কুল বন্ধ থাকার মেয়াদ বৃদ্ধির ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে তিনি বলেন, ‘‘পড়াশোনার কিছুটা ক্ষতি হচ্ছে। সেটাও সবাইকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। ছাত্রছাত্রীদের স্বার্থে কাজ করতে হবে। ৩০ জুন পর্যন্ত ছুটি দিয়েছি। আমার মনে হয় জুলাই হয়ে যাবে। জুলাইয়ে ইতিমধ্যেই উচ্চমাধ্যমিক পরীক্ষা ঘোষণা হয়েছে। কেন্দ্রের পরীক্ষাও ঘোষণা হয়েছে।’’

Advertisement

সম্প্রতি মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ নিশঙ্ক পোখরিয়াল জানিয়েছেন, সম্ভবত ১৫ আগস্টের পরে দেশে স্কুল-কলেজ খুলবে। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, কেন্দ্র যদি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নিয়ে কোনও নির্দেশ পাঠায় তা হলে তা রাজ্য সরকারের কাছে নিয়ে যাওয়া হবে। রাজ্য সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সে ভাবেই বিষয়টি কার্যকরী হবে। এ দিন মুখ্যমন্ত্রী জুলাই পর্যন্ত স্কুল বন্ধের আভাসই দিয়েছেন।

এ দিন বেসরকারি স্কুলগুলিকে ফি না বাড়ানোর আর্জি ফের জানিয়েছেন মমতা। তিনি বলেন, ‘‘এ বছর ফি বাড়াবেন না দয়া করে। বাড়তি টাকা সেটা বাড়াবেন না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement