রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। —ফাইল চিত্র।
মোদী-শাহের অনুমতি পেলে রাজ্যে তৃণমূলের সব দলীয় কার্যালয় তাঁদের কর্মীরা ভেঙে গুঁড়িয়ে দেবেন বলে রবিবার হুমকি দিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। সিপিএম রাজত্বে কংগ্রেস নেতা বরকত গনিখান চৌধুরীর বক্তব্যের স্মৃতি উস্কে তৃণমূলকে বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার হুমকিও এ দিন সায়ন্তন দিয়েছেন। যার কড়া নিন্দা করে সায়ন্তনকে ‘পাড়ার ছেনো গুন্ডা’ বলে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা তথা মন্ত্রী তাপস রায়।
গত ১, ৫ এবং ৮ সেপ্টেম্বর কলকাতা পুরসভার ৯৯ এবং ১০১ নম্বর ওয়ার্ডের কয়েক জন বিজেপি কর্মী তৃণমূলের হাতে আক্রান্ত হন বলে অভিযোগ। আরও অভিযোগ, ১ তারিখ ১০১ নম্বর ওয়ার্ডের বিজেপির কার্যালয় ভাঙা হয়। এর প্রতিবাদে এ দিন দক্ষিণ কলকাতার গাঙ্গুলিবাগান থেকে বিদ্যাসাগর মোড় পর্যন্ত সায়ন্তন এবং দলের রাজ্য সম্পাদক সঙ্ঘমিত্রা চৌধুরীর নেতৃত্বে মিছিল হয়। সেখানেই সায়ন্তন বলেন, ‘‘আমাদের নেতা শ্যামাপ্রসাদ বলেছিলেন, অন্যায়ের প্রতিবাদ, প্রতিরোধে কাজ না হলে প্রতিশোধ নাও। আমরা যখন প্রতিশোধ নিতে শুরু করব, নির্মম প্রতিশোধ হবে!’’ সেই সঙ্গেই তাঁর মন্তব্য, ‘‘তৃণমূল খুচরো দোকান! যে দিন নরেন্দ্রভাই মোদী, অমিত শাহ চাইবেন, এক দিনে ওটা বন্ধ করে দেবেন! এক বার শুধু ওখান থেকে ইশারা আসুক, পশ্চিমবঙ্গে তৃণমূলের একটা কার্যালয়ও থাকবে না। সব আমরা ভেঙে গুঁড়িয়ে দেব!’’ তাৎপর্যপূর্ণ হল, শনিবারই রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, ‘‘বিজেপি বেআইনি কাজ করবে না, আমি এমন বন্ড লিখে দিইনি!’’
তৃণমূলের কার্যালয় ভাঙতে মোদী-শাহের কাছে অনুমতি চেয়েছেন? সায়ন্তন বলেন, ‘‘এখনও চাইনি। পরে প্রয়োজন হলে চাইব।’’ সেই অনুমতি পাবেন বলে আশা করেন? সায়ন্তন বলেন, ‘‘ওঁরা অনুমতি দেবেন কি না, জানি না।’’