সন্ময় বন্দ্যোপাধ্যায়কে পুলিশ দিয়ে হেনস্থার প্রতিবাদ। পানিহাটিতে। —নিজস্ব চিত্র।
প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সন্ময় বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার ও পুলিশি ‘নির্য়াতনে’র প্রতিবাদে ফের সরব হলেন বিশিষ্টদের একাংশ।
সরকারি নানা সংস্থার দুর্নীতির অভিযোগ সামনে আনায় এবং শাসক দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে লেখালেখি করায় সন্ময়বাবুকে যে ভাবে গ্রেফতার করা হয়েছিল, তা গণতন্ত্রে বিরোধী-কণ্ঠ রোধের চেষ্টা বলেই প্রতিবাদীদের মত। সন্ময়বাবুর বাড়ির কাছে পানিহাটি তেঁতুলতলায় শুক্রবার সন্ধ্যায় ‘সেভ ডেমোক্র্যাসি’র উদ্যোগে প্রতিবাদ-সভায় ছিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান, প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়, পরিচালক অনীক দত্ত, আইনজীবী বিকাশ ভট্টাচার্য, সন্ময়বাবুর দাদা তন্ময় বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ‘সেভ ডেমোক্র্যাসি’র সম্পাদক চঞ্চল চক্রবর্তী সভায় প্রশ্ন তোলেন, ‘‘খড়দহ থানার আইসি-কে বদলি করা সত্ত্বেও তিনি এখনও থানার দায়িত্বে রয়েছেন কী করে?’’ অশোকবাবুর বক্তব্য, ‘‘অপদার্থতা ঢাকার জন্য পুলিশ ও গুন্ডাদের কাজে লাগানো ছাড়া শাসকের উপায় নেই। এই অবস্থার বদল ঘটাতে হবে।’’ বিকাশবাবু বলেন, দুর্নীতি ফাঁস করার অভিযান জারি থাকবে। প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন অপর্ণা সেনও।