জুতো সেলাই করেও দুরন্ত রেজাল্ট, মালদহের সঞ্জয়কে ‘বীরপুরুষ’ স্বীকৃতি রাজ্যের

ধ্যমিক পরীক্ষাতে খুব ভাল ফল করে সঞ্জয়। পেয়েছিল ৪৬৫ নম্বর। উচ্চমাধ্যমিকেও পায় প্রায় ৯০ শতাংশ নম্বর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চাঁচল শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২০ ১৭:৪৪
Share:

জুতো সেলাই করছে সঞ্জয়। নিজস্ব চিত্র।

বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরতে হয় সঞ্জয় রবিদাসকে। তার জন্যই বেছে নিতে হয় জুতো সেলাইয়ের কাজ। কিন্তু তা সত্বেও পড়াশোনা থেকে মন সরায়নি মালদহ জেলার চাঁচল-১ ব্লকের সঞ্জয়। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় চোখ ধাঁধানো সাফল্যেই মিলেছে সেই প্রমাণ। এ বার সঞ্জয়ের লড়াইকে স্বীকৃতি দিতে ‘বীরপুরুষ’ সম্মান দিচ্ছে রাজ্য সরকার। আগামী ২০ নভেম্বর কলকাতায় তার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

Advertisement

জুতো সেলাই করে সংসার চালানো সঞ্জয় বরাবরই মেধাবী। মাধ্যমিক পরীক্ষাতে খুব ভাল ফল করে সঞ্জয়। পেয়েছিল ৪৬৫ নম্বর। উচ্চমাধ্যমিকেও পায় প্রায় ৯০ শতাংশ নম্বর। সেই সাফল্যের কথা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। নজরে আসে স্থানীয় প্রশাসনেরও। এর পরই মালদা জেলা সমাজকল্যাণ দফতর রাজ্য সরকারের কাছে সঞ্জয়ের নাম ‘বীরপুরুষ’ পুরস্কারের জন্য সুপারিশ করে।

রাজ্য সরকারের তরফে এই পুরস্কারের খবর পেয়ে উচ্ছ্বসিত সঞ্জয়। সে জানিয়েছে, এই পুরস্কার তাকে প্রেরণা দেবে। দারিদ্র্যের কাছে হার না মেনে আগামী দিনেও উচ্চশিক্ষার পথে হাঁটতে চায় বলে জানিয়েছে চাঁচলের এই মেধাবী ছাত্র।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement