দু’বছর পরে, ২০১৭ সালের জুনে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করবে সেন্ট জেভিয়ার্স কলেজ। বুধবার এ কথা জানান ওই কলেজের অধ্যক্ষ ফেলিক্স রাজ। রাজারহাটে বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণ শুরু হয়েছে। এ দিন তাঁদের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন পরিকল্পনার কথা ঘোষণা করলেন কলেজ-কর্তৃপক্ষ। কলকাতার বালিগঞ্জ ও আসানসোলে নতুন কলেজ ক্যাম্পাস, বেকবাগানে নতুন ছাত্রী আবাসের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার রাঘবপুরে গ্রামীণ কলেজ ক্যাম্পাসে নতুন পাঠ্যক্রম শুরু করার কথাও জানানো হয়। সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে এই সব প্রকল্পের বাস্তব রূপায়ণে তহবিল গড়তে প্রাক্তন পড়ুয়াদেরও সাহায্য চেয়েছেন কর্তৃপক্ষ।