সর্বভারতীয় আইসিএসই (দশম শ্রেণি) পরীক্ষার ফলে জেলায় সম্ভাব্য প্রথম হয়েছে রামপুরহাটের শ্রীফলা রোডের বাসিন্দা সগ্নিক মাহারা। রামপুরহাট সেন্ট পলস্ স্কুলের ছাত্র সাগ্নিকের প্রাপ্ত নম্বর ৫৭৫। ৯৬.২ শতাংশ নম্বর পেয়ে সাগ্নিকই জেলার সম্ভাব্য প্রথম বলে দাবি পরিবারের। এর আগে জানা গিয়েছিল, বোলপুরের মকরমপুরের সেন্ট টেরেজা স্কুলের ছাত্রী প্রিয়ঙ্কা মণ্ডল (প্রাপ্ত নম্বর ৫৬৯) জেলার সম্ভাব্য প্রথম। কিন্তু সাগ্নিকের প্রাপ্ত নম্বর তার থেকে বেশি। সাগ্নিকের বাবা প্রণবেন্দু মাহারা মাড়গ্রামের মিল্কিডাঙা স্কুলের প্রধান শিক্ষক। মা বর্ণালীদেবী মুরারই থানার এদরাকপুর হাইস্কুলের শিক্ষিকা। রবিবার প্রণবেন্দুবাবু বলেন, ‘‘সাগ্নিক ইংরেজিতে ৯০, অঙ্কে ১০০, বাংলায় ৯৪, কম্পিউটার ৯৮, ইতিহাস, সিভিক ও ভূগোলে পেয়েছে ৯৬। প্রথম দিকে ঠিক ভাবে বোঝা যায়নি। পরে খোঁজ নিয়ে জানতে পারি ছেলের প্রাপ্ত নম্বর জেলায় সর্বোচ্চ।’’